আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম ও করুণাই আমার অমৃত সুধা

রংপুর আল্লাহর আশায় কিংবা ভয়ে আমার ঈমান নয়- তার প্রেম ব্যতীত অন্য কিছুর জন্যে তার ইবাদত করি নে । বেহেশত কিংবা নরকের লোভে বা ভয়ে আমি আল্লাহ কে ভালবাসা কর্তব্য মনে করি নে । হে আলিম!কত সহস্র কাঠের টুকরোয় নরক তৈরি তা আমি জানি না বল না;বরং এ কথা বল- আমার প্রেমের অগ্নিশিখায় তৈরি সৌন্দরযের এক সূরযের প্রতি আমার প্রেম ধাবিত । তুবা নামে যে এক বিশাল বৃক্ষ আছে, তার শিকড় আছে বেহেশতে এবং শাখা আমার হৃদয়ে । আমার আত্মা এর ফল ভক্ষন করে ক্ষুধার্ত হয় না । প্রেম ও করুণাই আমার অমৃত সুধা । হে আলিম!প্রেমের অর্থ আমাকে বুঝিয়ে দাও শয়তান কি,ফেরেশতা কি, তা আমি জানতে ব্যস্ত নই । যারা সুখী তাদের নিগূড় কথা আমায় বলে দাও, আশেক কে,মাশুক কে, প্রেম কি তাই বলে দাও । বেহেশতের আশা দিয়ে আমায় প্রতারিত করো না, যিনি হৃষীকেশ তিনি হৃদয়েই অবস্থান করেন; দোযখের ভয় দেখিয়ে আমায় ভীত করো না; হৃদয় আমার মত্ত, ভয় কি তা সে জানে না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.