আমাদের কথা খুঁজে নিন

   

২০০ জন প্রেমিক-প্রেমিকা আটক

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয় বগুড়ার ওয়ান্ডারল্যান্ড পার্ক থেকে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে প্রায় ২০০ জন প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। ওয়ান্ডারল্যান্ড পার্কটি বগুড়া শহরে শহীদ চান্দু স্টেডিয়াম এলাকায় অবস্থিত। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, “ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে বিভিন্ন বয়সের যুবক-যুবতীরা প্রায়ই অশালীন কর্মকাণ্ড চালায়। এই বিষয়ে আমরা আগে থেকেই জেনেছি।

কিন্তু কোনো নির্দেশ না থাকায় আমরা অপারেশন চালাইনি। আদালতের পক্ষ থেকে মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি এ অপরাধ আমলে নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০০ জন প্রেমিক-প্রেমিকাকে আটক করেন। আটকের পর তাদেরকে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। ” এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি পরিবর্তন ডট কমকে বলেন, “পার্কের ভেতরে অশালীন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২০০ জন প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়।

” তিনি জানান, আটককৃতদের মৌখিক ভর্ৎসনার পাশাপাশি প্রত্যেককে ৫০ টাকা থেকে ৩’শ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। ২০০ জন জোড়া প্রেমিক-প্রেমিকার পাশাপাশি ওয়ান্ডারল্যান্ড পার্কের ৩ কর্মকর্তা-কর্মচারীকেও আটক করা হয়েছে। তাদের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ম্যাজিস্ট্রেট রুমি আরো বলেন, “আটকৃতরা ছাত্র-ছাত্রী হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। সেই সাথে তাদেরকে হুঁশিয়ারি করে দেয়া হয়েছে, তারা যেন পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হয়।

” ওয়ান্ডার ল্যান্ডের ব্যবস্থাপক জানান, এদের বেশিরভাগই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। এরা অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে এখানে এসে নিয়মিত অবস্থান করতো। কর্তৃপক্ষ তাদের বার বার সতর্ক করলেও কোন ফল হয়নি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।