আস্ সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সামনে উইন্ডোজ ৮ নিয়ে কিছু কথা বলতে চাই। আমি বেশ কিছু কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে।
আমি বেশ কয়েক মাস ধরে উইন্ডোজ ৮ চালাচ্ছি। আপনারা অনেকেই হয়ত উইন্ডোজ ৭ কেই বেশি প্রাধান্য দেন। এটা আসলে এক এক জনের পার্সোনাল ব্যাপার। তবে আমার মতে উইন্ডোজ ৮ উইন্ডোজ ৭ এর চেয়ে অনেক ভালো। তাছাড়া উইন্ডোজ ৮ তো আসছে উইন্ডোজ ৭ এর পরে।
একই মাইক্রোসফট এর জিনিস যেহেতু এটা ভালো হওয়া স্বাভাবিক। কিন্তু অনেকেই দেখি এটাকে এড়িয়ে চলেন। আমার বেশ কয়েক বন্ধু ও ছোট ভাইদের সাথে এই উইন্ডোজ ৮ নিয়ে তর্ক টর্ক হয়েছে। তারা সবাই ৭ এর দলে। এবার আসি কেন ব্যবহার করবো উইন্ডোজ ৮???
১।
Super Fast Start & Shutdown
আমার দেখা উইন্ডোজ অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে সবচেয়ে ফাস্ট উইন্ডোজ ৮।
এটি স্টার্ট হয় অনলি কয়েক সেকেন্ড এ। অফ ও হয় অনেক তাড়াতাড়ি।
২। Excellent Metro Apps
এর মেট্রো অ্যাপস গুলো দারুণ যা ডিসপ্লেতে দেখতে খুব সুন্দর লাগে।
এর ব্যাবহারও রয়েছে। দেখলে বুঝতে পারবেন।
৩। Powerful Windows Defender
এটার কথা বলতে গেলে অনেক প্রশংসা করছি বলে মনে করবেন। এটি awesome একটা জিনিস উইন্ডোজ ৮ এর।
এটি খুব শক্তিশালী। আপনি যদি আপডেট দিয়ে এটি ব্যবহার করেন তাহলে এটি অ্যান্টি ভাইরাস হিসেবে কাজ করবে। এটি দ্বারা ভাইরাস ধরা যাবে ও ডিলিটও করা যাবে। কিন্তু কথা একটা সেটা হচ্ছে আপডেট মাস্ট।
৪।
Excellent Bluetooth System
এর ব্লুতুথ সিস্টেমটা দারুণ। আগের উইন্ডোজ গুলোর থেকে অনেক ভালো ও সহজ।
৫। No Need Graphics Driver
উইন্ডোজ ৮ এ গ্রাফিক্স ড্রাইভার না দিলেও চলে। আপনি অনেক 3D Game খেলতে পারবেন এতে,কোন গ্রাফিক্স ড্রাইভার ছাড়াই।
৬। Windows Store
উইন্ডোজ ৮ এর ভীষণ একটা সুবিধা এই অ্যাপস স্টোর। এটাতে ঢুকলে আপনি বুঝতে পারবেন উইন্ডোজ অ্যাপস কাকে বলে কত রকম।
এগুলোর ভিতর বেশ কথা আমার অভিজ্ঞতা বা জানা থেকে বলা। আমি একজন উইন্ডোজ ৮ ইউজার হিসেবে আপনাদেরকে এগুলো জানালাম।
আর একটা কথা উইন্ডোজ ৮ এর সাথে পাল্লা দিতে পারবে এমন একটি অপারেটিং সিস্টেম কিন্তু উইন্ডোজ ৮.১।
এটি নতুন। দেখা যাক এটা কেমন হয়। আমার মনে হয় এটিও সেরা হবে । তবে ৮. ১ চালানোর আগে আমার মতে ৮ চালানো ভালো।
তাহলে ওটা চালাতে সুবিধা হবে। উইন্ডোজ ৮ সুপার একটা ও এস।
আমার যদি কোন ভুল হয় প্লিজ আমাকে ক্ষমা করবেন।
বিঃ দ্রঃ আপনারা যারা উইন্ডোজ ৮ ব্যবহার করবেন দয়া করে activate & dot net enable করে নিবেন। তাহলে এটি আরও অনেক ভালো কাজ করবে।
আপডেট দেয়া আপনার ব্যাপার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।