আমাদের কথা খুঁজে নিন

   

তিন গোয়েন্দার ক্যাম্পিঙে এক রাত - কৌতুক

প্রথমেই বলে নিই এটির মূল লেখক কিন্তু আমি নই। কোন এক জায়গায় (সম্ভবত নেটেই কোথাও হবে) অনেক আগে পড়েছিলাম এটি। আজ পুরাতন ডায়েরীগুলো ঘাঁটতে গিয়ে চোখে পড়ল আবার এবং আবার একচোট হেসে নিলাম। মূল গল্পে ছিলেন শার্লক হোমস, আমি বাঙালী পাঠকের জন্য এটাকে তিন গোয়েন্দায় রূপান্তর করে দিলাম। তিন গোয়েন্দা গেছে ক্যাম্পিঙে।

সারাদিন ধরে বনে বাদাড়ে ঘুরে ক্লান্ত হয়ে রাতে একটা তাঁবু টাঙিয়ে শুয়েছে তিনজনে। হঠাৎ মাঝরাত্রে মুসা আমান আর রবিন মিলফোর্ডের ঘুম ভাঙালো কিশোর পাশা। বললো "মাথার উপরের ঐ তারাগুলো দেখ তোমরা। তারাগুলো কী বলছে তোমাদেরকে?" রবিন কিছুক্ষন চিন্তা করে বললো " অ্যাস্ট্রোনমিক্যালি বলছে ওখানে লক্ষ লক্ষ গ্যালাক্সী আছে। অ্যাস্ট্রোলজিক্যালি বলছে সিংহ রাশির মাথার উপরে বৃহস্পতি - মানে সিংহ রাশির জাতকদের খুব সুসময় যাচ্ছে এখন।

থিয়োলজিক্যালি বলছে সবই ঈশ্বরের সৃষ্টি - ঐ ওপারে কোথাও স্বর্গ আছে। ফিলোসফিক্যালি বলছে প্রকৃতির বিশালত্বের কাছে আমরা কত তুচ্ছ - - - " রবিনের মুখের কথা কেড়ে নিয়ে মুসা বললো " খাইছে, তোমার ঐ জ্ঞানের প্যাঁচাল রাখো তো নথি। তারাগুলো স্বাভাবিক ভাবে বলছে আজকে আকাশটা মেঘমুক্ত, মানে কালকে সম্ভবত আমরা একটা রোদ ঝলমলে দিন পাবো - ঐ পাহাড়টাতে চড়তে যেতে পারবো ইচ্ছে করলে অথবা ইচ্ছেমতো ঝাঁপাঝাঁপি করতে পারবো সামনের ঐ লেকটাতে। কী বলো কিশোর?" রবিন বললো "হ্যাঁ কিশোর, তারাগুলো তোমাকে কী বলছে?" কিশোর কিছুক্ষন চুপ করে থেকে বললো " বুঝতে পারছো না আমাদের ঘুমের মধ্যে কেউ একজন এসে আমাদের তাঁবুটাকে চুরি করে নিয়ে গেছে?" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।