আপনাকে ধন্যবাদ,এখানে আসার জন্য কমলাপুর রেইল স্টেশন এ এসেছিলাম টিকেট ফেরত দিতে ,কাজ শেষে রিকশা নিতে গেলাম । তখন মনে হইল যে আরে বাসে গেলে তো কিছু টাকা বাঁচাইতে পারতাম । তারপর বাসে উঠলাম । যাব বাংলা মটর । বাস আমাকে মগবাজার নামাবে ।
ওইখান থেকে হেঁটে যেতে হবে বাকি পথ । শুরুতে প্রচণ্ড রকমের ভীড় । কোনরকমে দাঁড়িয়ে আছি হ্যান্ডেল ধরে , তারপর মতিঝিল আসতেই দেখি পুরা বাস খালি । আরাম করে সিটে বসলাম । দুই সিটে আমি একা ।
বেশ আরামেই বসলাম ।
হঠাত দেখি এক বয়স্ক চাচা আমার পাশে বসল । বাস তখন গুলিস্তানে জ্যামে বসে আছে, তখনো অনেক সিট খালি ,তার পরেও চাচা আমার পাশেই বসল । জ্যামে বসে মোবাইলে গেমস খেলতেসি,হটাত চাচা বলে কি মোবাইল একটু দেখি তো , দিলাম।
তারপর জিজ্ঞেস করল দাম কত ।
আমি বললাম জানি না । চাচা বেশ বিরক্ত হইল , আমি যে সত্যি দামটা জানি না তা বোধ হয় বিশ্বাস করলেন না । ভাবলেন ফাইজলামি করতেসি । যাই হোক মোবাইল টা ফেরত দিলেন । তার কিসুক্ষন পর আবার জিজ্ঞেস করেন
এখন দাম কত?? আমি বললাম চাচা পছন্দ হইসে??নিবেন নাকী??সস্তায় ছাইড়া দিব ।
চাচা বুঝলেন ফাইজলামি করতেসি , তাই জবাব দিলেন না । তারপর বাস কিছু দূর গেল । এমন সময় চাচার মাইয়া ফোন দিল , চাচার মোবাইলটা দেখলাম । খুব একটা খারাপ না
যদিও চাইনিজ মোবাইল । যাই হোক চাচা বহুত ক্ষণ কথা বলল ।
মেয়েকে বোধ হয় কোথাও যাইতে নিষেধ করতেসে । হরতাল যে কালকে আর পরশু এই ইনফরমেশন জানতাম না । চাচার ফোনালাপ থেকে জানলাম । অবশ্য হরতাল হইলেও কি না হইলেও কি
আমার তো কিছু আসে যায় না। এস এস সি পরীক্ষা দিয়ে মোটামুটী গৃহবন্দী জীবন যাপন করতেসি ।
যাই হোক বাসটা সিদ্ধেশ্বরী আসল । বামে তাকাইয়া আজিব এক সাইনবোর্ড দেখলাম ।
চায়ের দাম ছয় টাকা,সস্তা সিগারেটের দাম কেন ১.৫ টাকা?
তার পাশে বড় করে লেখা, মাননীয় অর্থমন্ত্রী, সস্তা সিগারেটে ছেয়ে যাচ্ছে দেশ। সিগারেটের মূল্য বাড়িয়ে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ।
তার পাশে আরেকটা সাইনবোর্ড ঃ সস্তা সিগারেটের মুল্য বাড়াও,সাধারণ মানুষকে ক্ষতিকারক সিগারেট থেকে বাঁচাও
-হিউম্যান রিসোর্স এন্ড হেলথ সোসাইটি
এই লেখাটা চাচাকে দেখাইলাম ।
চাচা হো হো হো করে হেসে উঠলেন । বল্লেন,রিকশা আলাগো ভাত মারার ধান্দা করতাসে !এতক্ষন চাচাকে দেখে রস কশহীন মানুষ মনে হচ্ছিল । চাচার রসবোধ দেখে পুলকিত হইলাম । মনে মনে ভাবলাম নাহ,আমাদের দেশের
বুড়া মানুষরা যে শুধুই বদ মেজাজী তা কিন্তু না । চিপলে তাদেরও রস বাইর হয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।