স্বপ্নেরা রংধনু হয়ে উড়ে বেড়ায় অজানা ঠিকানায়... এইবার হাত দাও। টের পাচ্ছো আমার অস্তিত্ব? পাচ্ছোনা? একটু দাড়াও,আমি তৈরী হয়ে নেই এইবার হাত দাও। টের পাচ্ছো আমার অস্তিত্ব? পাচ্ছোনা? তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার ওটা নই,ওটা চুল এই হল আমার আঙ্গুল। এইবার স্পর্শ কর, না না না, ওটা নয়, ওটা কন্ঠণালী গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য ওটা অগ্নি নয়,ওই আমি,আমার যৌবন। সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক ঐখানে কি খোজ তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী নীল হয়ে জমে আছে ঘাসে, এর ঠিক ডান পাশে, ওইখানে হাত দাও, হ্যা,ওটা বুক, ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম,থাকে স্মৃতি,থাকে সুখ ওই বুকে প্রেম ছিল,স্মৃতি ছিল, সব ছিল কেবল তুমিই থাকনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।