আমাদের কথা খুঁজে নিন

   

নিরীক্ষামূলক বিন্দুগল্প-৩ঃ জন্মসত্ত্বা

দুঃখের জল,করে ছল-ছল... অতঃপর ,মায়ের জঠর থেকে ভূমিষ্ঠ হলো শিশুটি । আর্ত চিৎকার করে সে তার জন্মসত্ত্বার জানান দিলো । সীমান্ত রেখা টানা কাঁটা তারের বেড়া, দু’পাশে-দু’দেশের সীমান্ত রক্ষীর নামে বিবেকহীন,মানবতাবোধহীন যান্ত্রিক মানুষ আর তাদের পুশ-ইন ও পুশ-ব্যাক নামের ইঁদুর- বিড়াল খেলা , এরই মাঝখানে নো ম্যান্স ল্যান্ড নামের এক টুকরো বেওয়ারিশ পতিত জমি তার আশ্রয়স্থল । তথাকথিত আধুনিক নগর রাষ্ট্রের ভৌগলিক সীমানার সংজ্ঞায় শিশুটি কোন দেশের নাগরিক নয় , কোন রাষ্ট্রীয় অধিকারও তার নেই। শিশুটির আর্ত চিৎকার ক্রমাগত চলে। তার চিৎকার যেন প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে আঘাত করে রাষ্ট্রযন্ত্রের মানবতার বুলি কপচানো ছদ্মবেশী মানবতায় আর ভৌগলিক সীমান্ত নির্ধারণের দুর্ভেদ্য দেয়ালে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।