আমাদের কথা খুঁজে নিন

   

রেফারেন্সিং করবেন কিভাবে? বিশেষত আন্তর্জাতিক/সাইন্টিফিক প্রকাশনার জন্য : Endnote সফটওয়ার

whereof we cannot speak thereof we must be silent রেফারেন্সিং যে কোনো আর্টিকল, রিপোর্ট বা রিসার্চ পেপারের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনার পুরো আর্টিকলই plagiraism বা নকল এর অভিযোগে অভিযুক্ত হতে পারে যদি আপনি ঠিকমত রেফারেন্স বা উত্স উল্লেখ না করেন। আর এই রেফারেন্স দেয়া খুব বড় একটা সমস্যা। বাংলাদেশে এটা বড় সমস্যা কারণ বেশিরভাগই ঠিকমত জানেনা বা জানলেও সহজ পথ জানা নেই। বিশ্বের মোটামুটি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান গুলো যে সফটওয়ার ব্যবহার করে তা হচ্ছে Endnote।

endnote কিভাবে ব্যবহার করে endnote প্রায় ৫০০০ এর বেশি রেফারেন্স স্টাইল আছে। তার মধ্যে খুব কমন যেটা ব্যবহার হয় তা হচ্ছে হার্ভার্ড, MLA বা নাম্বারিং সিস্টেম| আপনি আপনার ইচ্ছা মত অথবা আপনি যেখানে পেপার পাঠাতে যাচ্ছেন তাদের নির্দেশিত স্টাইল পছন্দ করতে পারবেন। কোনো কোনো জার্নাল তাদের লেখক নির্দেশাবলীতে একটা *.enl ফাইলে দিয়ে দেয় যা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং পেপার লিখার সময় ওই স্টাইল টা বেছে নিবেন। শুধু তাই না, আপনার উত্সের প্রকারভেদ হিসেবে এতে প্রায় ৫০টিরও বেশি অপশন আছে: জার্নাল আর্টিকেল থেকে শুরু করে বুক, ইন্টারনেট, গ্রান্ট, সরকারী ডকুমেন্ট, ম্যাগাজিন, সমীকরণ, ই-বুক, সমীকরণ, ফিল্ম ইত্যাদি ইত্যাদি। এই সফটওয়ার এর বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখনি ইনস্টল করবেন তা মাইক্রোসফট ওয়ার্ড এর সাথে সিনক্রোনাইজ হয়ে একটা add in হিসেবে দেখাবে।

আপনি লিখার সময় খালি কোনো উত্স টা এবং কোথায় ব্যবহার করতে চান তা ক্লিক করলে সেই নির্দিষ্ট জায়গায় ওই উত্স স্টাইলে অনুসারে বসে যাবে যেটা কে বলা হয় cite while you write এবং আপনার পেপারের শেষেও সম্পূর্ণ উত্স বসে যাবে। উদাহরণ হিসেবে লিখার মাঝখানে ...................(Geim et . al , 2012 ) Bibliography (গ্রন্থপঞ্জি): R. R. Nair, M. Sepioni, I-Ling Tsai, O. Lehtinen, J. Keinonen, A. V. Krasheninnikov, T. Thomson, A. K. Geim & I. V. Grigorieva, Nature Physics 8,199-202 (2012) বর্তমানে সকল জার্নালেই যে কোনো আর্টিকল খুললেই দেখা যায় একটা অপশন আছে 'Export citation ' যা আপনাকে বিভিন্ন ফরম্যাটে ওই আর্টিকেলের উত্স ডাউনলোড করার সুযোগ দিবে। আপনি ওখান থেকে *.enw বা *.ris ফরম্যাটে ডাউনলোড করে পরে endnote দিয়ে ওপেন করলেই কেল্লা ফতে। আপনার আর কষ্ট করে একটা একটা করে লিখতে হবে না। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অটোমেটিকেলি গ্রন্থপঞ্জি তে ক্রমান্বয়ে বসে যাবে, আপনার কোনো চিন্তাই করতে হবে না।

নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন । এছাড়া যদি কোনো কারণে ডাউনলোড করার অপশন না থাকে তাহলে আপনি টাইপ করে করে ইনপুট দিতে পারেন। Endnote সফটওয়ার কিভাবে সহজে ব্যবহার করা যায় তার ভিডিও ট্রেনিং এখানে পাওয়া যাবে । দাম কিরকম এই সফটওয়ার ভালই দামী, স্টুডেন্টদের জন্যই $১১৫ কিন্তু আমি ১০০ ভাগ নিশ্চিত যে বাংলাদেশে এর ক্র্যাক ভার্সন পাওয়া যায়, তবে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে লাইব্রেরি বা কম্পিউটার ক্লাস্টারে ইনস্টল করা থাকে। আপনি ইচ্ছা করলে ৩০ দিনের ট্রায়াল ভার্সনও ব্যবহার করতে পারবেন এখান থেকে।

[আপডেটেড: ক্র্যাক ভার্সনের জন্য কমেন্ট ৮ এবং ১০ দেখুন|] বিকল্প মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭/১০ রেফারেন্স ট্যাবে 'insert citation ' 'bibligraphy , 'style ' ইত্যাদি অপশন আছে কিন্তু অসুবিধা হচ্ছে এটা আমার কাছে অসম্পূর্ণ মনে হয় এছাড়া স্টাইল আছে মাত্র ১৫টা যার মধ্যে আপনার দরকারীটা নাও পাওয়া যেতে পারে। তবে যিনি প্রথম শুরু করেছেন এবং কোনো বাধ্যতামূলক স্টাইল নাই তার জন্য এটা খারাপ না। তবে আপনাকে হাতে হাতে ইনপুট দিতে হবে, আমি যতদুর জানি সরাসরি ডাউনলোড করার অপশন পাবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।