আমাদের কথা খুঁজে নিন

   

আজকের খেলার খবর

তামিম ২৪ বলে ৩৭ তামিম ইকবালের কাছে হেরে গেলেন মোহাম্মদ আশরাফুল। কাল এসএলপিএল অভিষেকে মাত্র ৩ রান (৫ বল) করেছেন আশরাফুল। তাঁর দল রুহুনা রয়্যালসও তামিমের দল ওয়াইম্বা ইউনাইটেডের কাছে হেরেছে ১৪ রানে। তামিম করেছেন ২৪ বলে ৩৬। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ২টি চার।

৭ উইকেটে ১৬২ রান করার পর রুহুনাকে ১৪৮ রানে আটকে দেয় ওয়াইম্বা। বার্সার জয়, রিয়ালের হার ঠিক বিপরীত অভিজ্ঞতার একটি রাত কাটল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। লিওনেল মেসির জোড়া গোলে গতকাল ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সা। আর গেটাফের কাছে ২-১ গোলে হেরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। বৈপরীত্য আরও আছে।

ওসাসুনার বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বার্সা। আর প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত গেটাফের কাছে হার মানতে হয়েছে রিয়ালকে। গতকালের ম্যাচের পর দুই দলের পয়েন্টের ব্যবধানটাও বাড়ল। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সা এখন রিয়ালের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে। গেটাফের কাছে রিয়ালের পরাজয় নিছকই একটা হার নয়।

এর মধ্য দিয়ে থেমে গেছে লিগে রিয়ালের টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার দুরন্ত যাত্রা। খেলার ২৭ মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। প্রথমার্ধে গোল বলতে এই একটিই। খেলার ৫৩ মিনিটে গেটাফেকে সমতায় ফেরান হুয়ান ভ্যালেরা। ৭৫ মিনিটে গোল করে স্কোরলাইন ২-১ করেন আবদেল।

এই গোলই শেষ পর্যন্ত গেটাফের জয়ের সূচক হয়ে থাকে। ওসাসুনার বিপক্ষে শুরুটা ভালো ছিল না বার্সার। খেলার ১৭ মিনিটে গোল করে বার্সাকে পেছনে ফেলেন ওসাসুনার জোসেভা লরেন্তে। প্রথমার্ধের বাকি সময় তো বটেই, দ্বিতীয়ার্ধেরও বেশির ভাগ সময় গোলের দেখা মেলেনি। খেলার শেষের দিকে নিজের সামর্থ্যটা দেখিয়ে দেন লিওনেল মেসি।

চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন বার্সার এই সুপারস্টার। প্রথমটি আসে ৭৬ মিনিটে এবং দ্বিতীয়টি ৮০ মিনিটে। অনেকটা নাটকীয়ভাবেই ম্যাচ হয়ে যায় বার্সার। ইউরোপিয়ান ফুটবল ইউনাইটেডের জয়ের আনন্দে রুনি-দুঃখ ওল্ড ট্রাফোর্ডে অভিষেকেই গোল পেলেন রবিন ফন পার্সি ও শিনজি কাগাওয়া। মৌসুমের প্রথম ম্যাচের পরাজয়ের ধাক্কা কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডও মাঠ ছেড়েছে স্বস্তির জয় নিয়ে (৩-২)।

কিন্তু ম্যাচ শেষে ইউনাইটেড শিবিরে জয়ের আনন্দে মিশেছে অস্বস্তি। চোট পেয়েছেন ওয়েইন রুনি। চোটটা গুরুতরই। প্রতিপক্ষ ফুলহাম স্ট্রাইকার হুগো রোদাল্লেগার সঙ্গে সংঘর্ষে তাঁর উরুতে ভালোই জখম হয়েছে। ইংলিশ স্ট্রাইকারকে মাঠের বাইরে কাটাতে হবে এক মাস।

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন ক্লাবে নবাগতদেরই দিন যেন ছিল পরশু। ইউনাইটেডে ফন পার্সি ও কাগাওয়ার পর চেলসির জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোল পেয়েছেন এডেন হ্যাজার্ড। পেনাল্টি থেকে গোল করা বেলজিয়ান তরুণ গোল করিয়েছেন সতীর্থ ফার্নান্দো তোরেসকে দিয়েও। হ্যাজার্ড-তোরেস যুগলবন্দীতে চেলসি নিউক্যাসলকে হারিয়ে (২-০) তুলে নিয়েছে টানা তৃতীয় জয়। একই দিনে নিজ নিজ লিগে জয় দিয়েই শিরোপা অভিযান শুরু করেছে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ।

এভারটনের সঙ্গে লিগের প্রথম ম্যাচে রুনি ছিলেন নিষপ্রভ, ইউনাইটেডও হেরেছে ১-০ গোলে। পরশু তাই রুনিকে বসিয়ে ফার্গুসন শুরুর একাদশে নামিয়ে দেন আর্সেনাল থেকে আনা ফন পার্সিকে। ডাচ তারকা কোচের আস্থার প্রতিদান দিয়েছেন দুরূহ কোণ থেকে অসাধারণ গোল করে। তাঁর ১০ মিনিটের গোলে সমতায় ফেরে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসা ইউনাইটেড। তিন মিনিটে ফুলহামকে প্রথম এগিয়ে দেন ড্যামিয়েন ডাফ।

এরপর কাগাওয়া ও রাফায়েলের গোলে ৩-১-এ এগিয়ে যাওয়া। ম্যাচের পঞ্চম গোলটিও ইউনাইটেডের একজনেরই, ৬৪ মিনিটে নেমানিয়া ভিদিচ বল জড়িয়ে দেন নিজেদের জালেই, আত্মঘাতী গোল! রুনি মাঠে নামেন ৬৮ মিনিটে, জাপানি মিডফিল্ডার কাগাওয়ার বদলি হিসেবে। যোগ করা সময়ের শেষ মিনিটে ঘটে বিপত্তি। রোদাল্লেগাকে ব্লক করতে গিয়ে তাঁর সঙ্গে সংঘর্ষে রুনির ঊরু কেটে যায় গভীরভাবে। ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে মাঠেই।

স্ট্রেচারে করে মাঠ ছাড়া রুনিকে দ্রুতই যেতে হয় হাসপাতালে। ফার্গুসন নিজেই জানিয়েছেন, রুনিকে মাঠের বাইরে কাটাতে হবে চার সপ্তাহ। রুনির ছিটকে পড়াটাকে দলের জন্য বড় ধাক্কাই মনে করছেন ফার্গুসন। তবে রুনির অনুপস্থিতিতে দলের দুই নতুন খেলোয়াড় ফন পার্সি ও কাগাওয়া দলকে টেনে নিয়ে যেতে পারবেন বলেও বিশ্বাস তাঁর। রুনির পজিশনে তাঁর হাতে অনেক বিকল্প আছে বলেও জানিয়েছেন ফার্গি, ‘সাধারণত আমরা একজন স্ট্রাইকারকে পেছনে খেলাই।

কাজেই দলে রুনির যে ভূমিকা, ড্যানি ওয়েলবেকও তা করতে পারে। অ্যাশলি ইয়াং, রায়ান গিগস সেখানে খেলতে পারে। ’ চেলসিতে অভিষিক্ত হয়েই মাঠে আলো ছড়াচ্ছেন হ্যাজার্ড। পরশু স্টাম্পফোর্ড ব্রিজেও কৌতূহলী দৃষ্টিটা ছিল ২১ বছর বয়সী তরুণের ওপরই। নিজে গোল করে, আরেকটি করিয়ে বেলজিয়ান তরুণ প্রত্যাশা পূরণ করেছেন।

হ্যাজার্ডের অসাধারণ পারফরম্যান্স অন্যদের তাক লাগিয়ে দিলেও রবার্তো ডি মাত্তেও বিস্মিত নন। ‘তাকে নিয়ে আমরা বিস্মিত নই। কারণ গত মৌসুমে আমরা তাকে অনেক দেখেছি। তবে এটা ভিন্ন একটা লিগ। আপনি নিশ্চিত করে বলতে পারেন না, প্রিমিয়ার লিগে সে কীভাবে মানিয়ে নেবে।

কিন্তু মনে হচ্ছে সে দ্রুতই মানিয়ে নিতে পেরেছে। ’ বলেছেন চেলসি কোচ। নয় বছর পর গত মৌসুমে সিরি ‘আ’ ফিরে পাওয়া জুভেন্টাস এবারের লিগে নিজেদের প্রথম ম্যাচটিতে পরশু নিজেদের মাঠে পার্মাকে হারিয়েছে ২-০ গোলে। ডিএফএল সুপার কাপের শিরোপা দিয়ে মৌসুম শুরু করা বায়ার্ন মিউনিখ নতুন লিগ যাত্রায় নবাগত গ্রুথার ফুর্থের বিপক্ষে জিতেছে ৩-০ গোলে। মারিও গোমেজবিহীন বায়ার্নকে বুন্দেসলিগায় জিতিয়েছেন টমাস মুলার, মারিও মানজুকিচ ও আরিয়েন রোবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।