নিঃস্ব হবো জেনেও, দর্শনার্থী আমি।
"জয়েন্ট একাউন্ট"
তোমার আমার জয়েন্ট একাউন্টে দু-চার-ছটা কষ্ট জমা পড়লেই
আমার হাতে উইথড্রয়াল চেক ।
আমি তোমার কষ্টখেকো,
আমি চাই, তোমার সব কষ্ট খেতে।
ভেবেছি কিছুদিন তোমার
সাথে কথা বলব না ।
একসাথে অনেক কষ্ট জমলে,
হাপুস করে খাবো,
খেয়ে দেব শীতনিদ্রা ।
ব্যাংকের ক্যাশিয়ার শালাও তোমার প্রেমে মশগুল ।
তোমার হাতে কলম দিয়েই তৃপ্ত,
ঝাড়া হাত পা
কে ভাবে আমার কথা !
আমি ব্যাটা খিদেয় মরি ।
তুমি কষ্ট লোন নিও না প্লিজ ।
ও ব্যাংকের মুখে লাথি।
এসো না নতুন একাউন্ট খুলি
জমা পড়বে সুখ,
তোমার হাতে উইথড্রয়াল
চেক ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।