আমাদের কথা খুঁজে নিন

   

বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের শহীদ অধ্যাপক এবং চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত হত্যা মামলা এবং সিলেট সরকারী মহিলা কলেজের শহীদ অধ্যাপক হারুন-অর-রশিদ হত্যা মামলার তদন্তভার ব়্যাবের সদর দপ্তরকেই দেয়া হোক, দিতে হবে,দিতে হবে

আজ বিকেলে আমি এবং অপরাধ বিষয়ক সাংবাদিকতায় আমার ওস্তাদ Arif Newaz Farazi ( তিনি বিএনপি-জামাতের নেতাদের মালিকানাধীন বিডি ফুডের ইংল্যান্ডে মণে মণে হেরোইন পাচারের সেই খুবই আলোচিত ঘটনা প্রথম প্রকাশ করেছিলেন Nurul Kabir সাহেবের সম্পাদিত নিউ এজ পত্রিকায় বিএনপি-জামাত সরকারের আমলেই। যদিও ত্রিশটি নতুন চকচকে দামি গাড়ি,কোটি টাকার প্রলোভন এবং মেরে ফেলার হুমকি ছিল) ঢাকা মহানগরী পুলিশের মিডিয়া সেন্টারে গিয়েছিলাম। সেখানে বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেধাবী অধ্যাপক এবং চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত সাইদুর (৩৫), ফয়সল (৩৫), মাসুদ পেদা (২৮) ও পিচ্চি কালাম (২৫) দেরকে দেখতে পেলাম। পাশাপাশি দাঁড়িয়েও ছিলাম কিছুক্ষণ। তাঁদের অন্ধকার ভিতরটাকে পড়তে চেষ্টা করলাম কয়েকবার।

কিন্তু আমাকে তাঁদের কোন প্রশ্ন করতে হয়নি। কারন সেখানে আমার অনেক কাছের সিনিয়র বড় ভাই যেমন Kailash Sarkar সহ অনেকে সাংবাদিকই অনেক প্রশ্ন করেছেন। কিন্তু আমার মনে খটকা লাগছে। গোয়েন্দা পুলিসের বড় কর্মকর্তাদের কথার সাথে এবং খুনের দায়ভার স্বীকার করা খুনিদের কথাবার্তার মধ্যে কিছু ‘কিন্তু’ খুঁজে পেলাম। তাছাড়া নিহতের পরিবারের সদস্যগনও বলেছেন যে,এটা পরিকল্পিত খুন।

শহীদ অধ্যাপক নারায়ণ চন্দ্রের স্বজন ও হাসপাতালের একাধিক চিকিৎসকের অভিযোগ,হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ-প্রক্রিয়া নিয়ে পূর্বশত্রুতার জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা বলেছেন যে,নিহত মেধাবী ডাক্তার সাহেব নিজেও খুন হতে পারেন বলে আগেই আশংকা করেছিলেন। তাই অনেকের মনের এই না বলা ‘কিন্তুগুলোকে’ খুঁজতে শহীদ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ভাই ও মেহেরুন রুনি আপার হত্যা মামলার মতো সিলেট সরকারী মহিলা কলেজের শহীদ অধ্যাপক হারুন-অর-রশিদ হত্যা মামলা এবং বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেধাবী শহীদ অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত হত্যা মামলার তদন্তভার ব়্যাবের সদর দপ্তরকেই দেয়া হোক। দিতে হবে,দিতে হবে। আশা করি এই দুইটি হত্যা মামলায়ও আধুনিক ডিএনএ পরীক্ষা এবং দরকার হলে বিদেশী প্রযুক্তিগত সাহায্য নেয়া হবে সরকারের তরফ থেকে।

কারন একজন অধ্যাপক হারুন-অর-রশিদ কিংবা একজন অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্তের পরিবারের কান্নার মর্যাদাও দিতে হবে এবং সেটা আমাদের সরকারকেই। তাছাড়া আমাদের মতো সাংবাদিকদের চেয়ে এই অশিক্ষিত এবং কুশিক্ষিত সমাজে শিক্ষকের মূল্য বেশি না হতে পারে,কিন্তু কমও না। তাই না??????? নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করতে মনে হয় আমকে ধার্মিক হতে হবে না। আর শোঁকাহত পরিবারের সদস্যদের প্রতি ফালতো লোক দেখানো সমবেদনা আমার অভ্যাসেই নেই। পারলে খুনিদের ফাঁসীতে ঝুলাতে কিংবা ‘শর্টকাট’ কোন বিচারের জন্য কাজ করবো।

নিজের নষ্ট বিবেকের কাছেই কথা দিলাম। বাঙালীর শোঁকের মাসে সব কমরেডের লাল সালাম। মেহনতি মানুষের সংগ্রাম একদিন না একদিন সফল হবেই হবে,ইন্সাল্লাহ। আমার বন্ধু হতে চাইলে এখানে ক্লিক করুন হাবিবুল্লাহ মিজান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।