তোমাকে ভেবেই অস্তাচলে রবি,
চন্দ্র সেজে বসে আছে।
তোমার জন্যেই পৃথিবী এত সুন্দর,
অন্তপুরে কেন আছো বসে।
শুভেচ্ছা সতত;শুভেচ্ছা সার্বজনিন,
চেতনার পেখম তুলে।
স্বরণিয় নুতন দিন,
দ্বিধা ভয় সব যাও ভুলে।
এসো মুক্তির মিছিলে,
পা মেলাই কিছুক্ষণ।
পুরোনো সংস্কার সব ফেলে,
খুজে নাও আপনজন।
বুকে হাত রেখে,
চোখটা বন্ধ করো।
কেমন লাগছে আমায় দেখে,
দেখি এবার হাতটি ধরো।
লজ্জা রাঙ্গা আনত দুচোখে,
স্বপ্ন নিশ্চিন্তে মেলাতে পারো।
ভরা জোস্নায় জনহীন দীপে,
স্বপ্নবাসর হবে' শক্ত ভাবে হাল ধরো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।