ফ্রিঞ্জ কাল মুক্তমনা ব্লগে এক পোস্টে এই হাদীস টা দেখলাম। আবু দার বর্ণিত- মসজিদের মধ্যে একদা আমি নবীর কাছে ছিলাম। তিনি জিজ্ঞেস করলেন- “ আবু দার, তুমি কি জান সূর্য অস্ত যাওয়ার পর সে কোথায় যায় ? আমি উত্তর করলাম-“ আল্লাহ ও তার রসুল ভাল জানেন”। তিনি বললেন-“ এটা আল্লাহর আরশের নিচে যায়, বিশ্রাম করতে থাকে ও প্রার্থনা করতে থাকে পূনরায় উদিত হওয়ার জন্য। পরে তাকে আল্লাহ অনুমতি দিলে সে পূনরায় পূর্ব দিকে উদিত হয় যা আল্লাহ বর্ণনা করেছেন তার বানী ৩৬:৩৮ আয়াতে(সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর নিয়ন্ত্রণ।) ”। সহি বুখারি, বই-৬০, হাদিস-৩২৬ ভাবসি বেটায় বানায়া লিখসে কিনা ... অথবা অর্থ পরিবর্তন করসে কিনা। তাই একটা অনলাইন ভার্সনে চেক করলাম লিঙ্কঃ Click This Link লেখা আছে Volume 6, Book 60, Number 326: Narrated Abu Dharr: Once I was with the Prophet in the mosque at the time of sunset. The Prophet said, "O Abu Dharr! Do you know where the sun sets?" I replied, "Allah and His Apostle know best." He said, "It goes and prostrates underneath (Allah's) Throne; and that is Allah's Statement:-- 'And the sun runs on its fixed course for a term (decreed). And that is the decree of All-Mighty, the All-Knowing....' (36.38) চিন্তায় পইড়া গেলাম। ইসলামি চিন্তাবিদগণ এইটা কিভাবে ব্যাখ্যা করসেন? নাকি জাল হাদিস? জানেন নাকি কেউ? edit: আরেকটা ট্রান্সলেশন চেক করলাম ... বুক নাম্বার আর হাদীস নাম্বার চেঞ্জ ... তবে একি রকম কথাঃ লিঙ্কঃ Click This Link CCLXXXIX: "And the sun runs to its resting place. That is the decree of the Almighty, the All-Knowing." (36:38) 4524. It is related that Abu Dharr said, "I was in the mosque with the Prophet, may Allah bless him and grant him peace, whent he sun set. He said, 'Abu Dharr, do you know where the sun sets?' I said, 'Allah and His Messenger know best.' He said, 'It goes and prostrates under the Throne. That is the words of Allah Almighty, 'And the sun runs to its resting place. That is the decree of the Almighty, the All-Knowing.' (36:38)" 4525. It is related that Abu Dharr said, "I asked the Prophet, may Allah bless him and grant him peace, about the words of Allah, 'And the sun runs to its resting place.' He said, 'Its course is under the Throne.'" ২য় এডিটঃ হাদীস টা বাংলা বুখারী শরীফ এর ৮ম খন্ডেও দেখলাম ... হাদীস নাম্বার ৪৪৩৯ ও ৪৪৪০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।