(প্রিয় টেক) কর্মকর্তা পদে নিয়োগের বিজ্ঞাপন ২০১১ সালে বিডিজবস ডটকমে পোস্ট করে ওসিবিসি নামে সিঙ্গাপুরভিত্তিক একটি ব্যাংক। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রও জমা দিতে শুরু করেন উল্লিখিত ঠিকানায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ ব্যাংক থেকে দেশে এ নামের কোনো ব্যাংকের অনুমতি দেয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনহীন ওই ব্যাংকের বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয় বিডিজবস ডটকমকে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ওঠে, যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা। আর সে সুবাদে চাকরিপ্রার্থীর অনুমতি না নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ দিচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।