আমাদের কথা খুঁজে নিন

   

নিরীক্ষামূলক “বিন্দুগল্প”ঃ বানী চিরন্তন

দুঃখের জল,করে ছল-ছল... অবশেষে সে চলে গেলো । চলে গেলো দীর্ঘ অর্ধযুগের ভালোবাসার চুম্বকীয় সম্পর্ক ছিন্ন করে, চলে গেলো হৃদয় পথ মাড়িয়ে । পুরানো ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে নতুন জীবনের পথে। আর, ছেলেটি কেবল বেদনায় নীল হয়ে যায় , বেঁচে থাকে ঘুণপোকার মত কিংবা শুন্য হৃদয় নিয়ে প্রাণহীন মানুষের মত। উপলব্ধি করে, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়।

সব যুগেই এমন মহান বাণী হয়ে থাকে চিরন্তন। (পাদটীকাঃ বাংলা সাহিত্যে নানা নিরীক্ষার মাধ্যমে নানা বিষয় উদ্ভব হয়েছে। ছোটগল্প ,বড়গল্প, উপন্যাস তেমনি গল্পের নানা রূপ । নিরীক্ষার প্রচেষ্টা হিসেবে পরীক্ষামূলক ভাবে শুরু করলাম, গল্পের নতুন রূপ- “বিন্দুগল্প” শেষ হইয়াও হইলনা শেষ- ছোটগল্পের এ সংজ্ঞা অনুযায়ী বিন্দুগল্পেরও কাঠামো দাড় করানোর চেষ্টা করা হয়েছে। বিন্দুগল্পে শুরু-টাই গল্পের শেষ বা উপসংহার।

অর্থাৎ , শেষ থেকেই যার শুরু। আজকের গল্প টি বিন্দুগল্পের প্রথম রচনা। গ্রহণযোগ্যতা পেলে ধারাবাহিক ভাবে আরও গল্প প্রকাশ করা হবে। বি দ্রঃ এর আগে নানাজন একই ফরমেটে বিক্ষিপ্তভাবে রচনা করলেও সংজ্ঞায়িত-এর মাধ্যমে এটিই প্রথম। তাই দয়া করে এটাকে চুরিকর্ম বলবে না, কিংবা জাতহীন এই অলেখক কে ‘আঁতেল’ বলে ‘প্রশংসা’ করবেন না ।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।