বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে ছবির ঝলকে আলোড়ন তুলেছিলেন। ছবিতে মাত করলেন বলিউডের সলমন টাইগার খান৷ ১৫ অগাস্ট পর্দায় আসে আইএসআই ও র-এর দুই এজেন্টের মধ্যে তৈরি হওয়া রোম্যাঞ্চকর প্রেমের কাহিনি 'এক থা টাইগার'। আর মুক্তির পাঁচ দিনেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে সলমনের ‘টাইগার’৷ ঈদের মরশুমে সলমন দ্য টাইগারের সাফল্যে খুশির হাওয়া বলিউডেও৷ দাবাং-এর পর রুপোলি পর্দায় ফের বাজিমাত করলেন সলমন, তাঁর অ্যাকশনের বিস্ফোরণে। লাস্যময়ী ক্যাটরিনাকেও এখানে দেখা গেছে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে। এই ছবির অন্যতম পাওনা হল বিশ্বের বিভিন্ন মনোরম জায়গায় এর শ্যুটিং।ছবিতে দেখা গিয়েছে পাথুরে ইরানের রাস্তায় তথ্যের সন্ধানে ছুটছে টাইগার।ছবির বিভিন্ন দৃশ্য শ্যুট হয়েছে লন্ডন, ইস্তানাবুল,কিউবা,ভেনিস।অগুনতি ভার্জিন লোকেশনে শ্যুট করা হয়েছে সলমনের 'এক থা টাইগার'।সেই দেখে মুগ্ধ আট থেকে ৮০ সকলেই। ১৫ অগাস্ট ভারতের তিন হাজারেরও বেশি হলে রিলিজ হওয়া যশরাজ ফিল্মসের ব্যানারে সলমনের এই ছবি রিলিজের ৫ দিনেই ১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে৷ ছবি ঘিরে সলমন ভক্তদের উত্সাহের পাশাপাশি ছবির ব্যবসায়িক পরিসংখ্যানও তাক লাগানোর মতোই বলে মনে করছেন ওয়াকিবহাল মহল৷ প্রথম দিন 'এক থা টাইগার' বক্স অফিসে ৩২.৯৩ কোটি টাকা ব্যবসা করছে ৷ দ্বিতীয় দিনে তা ব্যবসা করেছে ১৪.৫২ কোটির৷ তৃতীয় দিনে তার ব্যবসা ১২.৯০ কোটি টাকার৷ চতুর্থ দিন ব্যবসা ১৬.৭৫ কোটি টাকার৷ পঞ্চম দিনে তা ২৩.০৬ কোটি টাকার ব্যবসা করেছে৷ ঈদের মরশুমে ছবির ব্যবসা ১৩০ কোটি ছাড়িয়ে যাবে বলেই বিশেষজ্ঞদের অভিমত৷ যশরাজ ফিল্মসের ব্যানারে ‘এক থা টাইগার’ই সলমনের প্রথম ছবি৷ তাঁর সাফল্যে খুশি প্রযোজক থেকে পরিচালক সবাই৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।