আমি আলমগির আমি বাংলা ব্লগ পড়েত ভালবাসি আমাকে লিখা পাঠােবন
আমরা অনেকেই জানি টিয়া পাখি, ময়না পাখি, তোতা পাখি মানুষের কণ্ঠে কথা বলতে পারে। মানুষের নাম ধরে ডাকে কিন্তু কখনো কি শুনেছি মেরগের কণ্ঠের ডাক?
এমন ঘটনা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। তবে মানুষের নাম ধরে না ডেকে মোরগটি ডাকছে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর নাম ধরে।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার গ্রামের মো. মোর্ত্তজার বাড়িতে। আর এ ঘটনায় সকল শ্রেণীর মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও সাড়া জাগিয়েছে।
এমন ঘটনায় মঙ্গলবার সরে জমিনে গিয়ে দেখা যায়, পানিহার গ্রামে মো. মোর্ত্তজার উঠানে দূর-দূরান্ত হতে ছুটে আসা অনেক লোক ভিড় জমিয়েছে।
এরই ফাঁকে কথা হয় মো. মোর্ত্তজার সঙ্গে তিনি জানান, আমার ২০টি মুরগি আছে কিন্তু সব মুরগী খাঁচায় রাতের বেলা থাকে না ।
১০-১২টি মুরগী বাড়ীর আঙ্গিনার ডালিম গাছে থাকে আগামি কাল ঈদ তাই মাংশ খাবার জন্য জবাই করার উদ্দেশে রোববার সন্ধার পর মোরগটিকে গাছ থেকে ধরি। ধরার পর মোরগটি ডাকতে থাকে।
প্রথমে আল্লাহ আল্লাহ ডাকছে মনে হলেও তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু অনবরত ডাকতে থাকায় মোর্ত্তজা ডাকটি শোনার জন্য তার স্ত্রী শিউলি বেগমকে ডাক দেয় এবং ডাকটি ভালোভাবে শোনার পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়।
মোরগটি একটানা প্রায় ২ ঘন্টা ডেকেছে এবং এ পবিত্র আল্লাহ ডাকটি মোবাইল ফোনে রেকডিং করেছে তার ছেলে রুবেল।
মোরগটির বয়স ৮ মাস হবে বলে মোর্ত্তজার স্ত্রী শিউলি জানান।
শিউলি বেগম আরও জানান, এমন ঘটনা ব্যাপক জানাজানি হয়ে গেলে অনেকেই মোরগটি কেনার জন্য আসছে।
তিনি জানান নাটোরের এক ব্যাক্তি কেনার জন্য ২০ হাজার টাকা দাম বলেছে কিন্তু শিউলি বেগম মোরগটি আর বিক্রি ও জবাই করতে চায় না। তিনি আর সব অন্য মুরগির সঙ্গে এ মোরগটিকেও পুষতে চান।
এমন অলৈকিক ঘটনায় অনেক মানুষ দূর-দূরান্ত হতে মোরগটিকে এক নজর দেখার জন্য এবং আল্লাহর ডাকটি শোনবার জন্য মো. মোর্ত্তজার বাড়িতে ভিড় জমাচ্ছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।