আমাদের কথা খুঁজে নিন

   

বিফটা চেঞ্জ করে আনো

যুদ্ধ কিংবা বন্ধুত্ব, ক্ষমতাই প্রকৃত শক্তি আমার আসে পাশে খুব কম মানুষেরই ভুত দেখার অভিজ্ঞতা আছে। যাদের আছে , তাদের অভিজ্ঞতাও কাটাছেড়া করলে পাওয়া যায় অনেক গোজামিল। সবার গল্পে দেখা যায় কিছু জিনিস কমন থাকে , মনে হয় এই জিনিস গুলা না থাকলে গল্প বলিয়ের খুব সমস্যা হয়ে যাবে । গল্পের মাধ্যমে যে একটা মিস্টি ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হয় তা হবে না । যেমন গল্প গুলোর সময়কাল হচ্ছে রাত্রির বেলায়।

যদি দিনের বেলা হয় তবে তা অবশ্যই খুব সকালে বা বিকালে থাকবে , কারন সে সময় আলো কম থাকে । এ ছাড়া সে সময় আপনাকে বৃষ্টির আভাসও দেয়া হবে । এর সাথে আরো অবধারিত ভাবে লোক জনের উপস্থিতি অনেক কমিয়ে নিয়ে আসা হবে । ভূতেরা ভীড় পছন্দ করে না । যদি গল্পে মাছের কোন উপস্থিতি থাকে তাবে তা ইলিশ বা গজার, বোয়াল, রুই এর মতো কোন মাছ হবে , সম্ভবত যখন থেকে ভূতের গল্পের প্রচলন সে সময়কার খ্যাদ্যতালিকাতে থাকা মাছের নাম না থাকলে শ্রোতার মনে ভীতি তৈরি করা যায় না ।

কখনো বেলে , পটকা , কাচকি মাছের কথা আমি পাইনি । মাংশের কথা তো খুজে পাওয়া অসম্ভব। ভুতের গল্পের আরেকটা জিনিস আমার কাছে ভাল লাগে এরা পরিবেশবাদী। গাছপালা , বনের উপস্থিতির সাথে এদের উপস্থিতিও মানুষের মনে অনাবিল ভয়ের আয়োজন করে । কখনো আমাদের দেশি ভূতের গল্পে বিরান ভূমির কথা থাকে না ।

থাকে না জনারন্যের কথা থাকে না । কবে আমি একটা গল্প শুনতে পাবো যেখানে ভূত গ্রীষ্মের দিনের কাঠফাটা রোদের গরমে চোখে ধাধা লাগানো আলোতে, সেনাকুঞ্জের বিয়ে অনুষ্ঠানে , হাজার মানুষের ভরা মজলিশে, গরুর মাংশ খাইতে খাইতে ওয়েটার কে বলবে "বিফটা চেঞ্জ করে আনো , আর কয়েকটা শুকনা মরিচ নিয়ে আইসো। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.