মাইরালা আম্রে মাইরালা
মুভি রিভিউঃ Minority Report
Director: Steven Speilberg
Starring: Tom Cruise
IMDB: 7.7
Gross: 360 Millions
Rotten Tomatoes Reception: 92%
"You are convicted for a crime that you are yet to commit"
এ লাইনটির অর্থ যদি ঠিক ভাবে বুঝতে পারেন তাহলে ছবিটি সম্পর্কে বেশ ভাল আইডিয়া পাবেন।
২০৫৪ সাল। ভবিষ্যতের পৃথিবী। পৃথিবী থেকে অপরাধ বিলুপ্ত হল ছয় বছর পেরিয়ে গিয়েছে। এর কারন কয়েকজন প্রতিভাবান বিজ্ঞানী নতুন পদ্ধতি আবিস্কার করেছেন যা নিয়ে গড়ে উঠেছে Department of Precrime. এ সংস্থার প্রধান কাজ হল কোন অপরাধ সংগঠিত হওয়ার পূর্বে তা জেনে crime টি ঘটার আগেই তা আটকানো এবং যার এ crime করার কথা ছিল তাকে গ্রেফতার করা।
এ সংস্থার একজন পাওয়ারফুল ক্যাপ্টেন হিসেবে কাজ করছে Capt. Anderton(Tom Cruise) যার under এ রয়েছে একটি গ্রুপ যারা এ কাজে সরাসরি অংশগ্রহন করে। সব কিছু ঠিক মত চলছিল কিন্তু হটাত একদিন Anderton দেখতে পায় ভবিষ্যতে সে নিজেও একটি Crime করতে যাচ্ছে এবং তার চেয়েও আশ্চর্যের বিষয় হল সে নিজেও চেনে না যাকে সে খুন করতে যাচ্ছে। সে বুঝতে পারে এটা অন্য কেউ দেখলে তাকেও গ্রেফতার করবে। এজন্য সে সেখান থেকে পালায়। Depratment of Precrime থেকে তার পেছনে লাগে।
তাই সে অনুসন্ধান করতে থাকে এর কারন, কে কি কারনে তাকে ফাঁসিয়েছে।
এটি যদিও ২০০২ সালের ছবি কিন্তু এর শুটিং শুরু হওয়ার কথা ছিল বেশ আগে। Delay হওয়ার কারন ছিল এর মধ্যে interfere করে Tom Cruise এর MI:2, Spielberg এর A.I. এবং Star Wars. এজন্য ছবিটির শুটিং এ বেশ দেরি হয়। স্পিলবার্গ এর ছবি। স্বভাবতই অন্যদের চেয়ে আলাদা।
এবং আমার মতে স্পিলবার্গ এর করা Sci-Fi ছবিগুলার মধ্যে অন্যতম এই ছবিটি। কাহিনী general sci-fi মুভিগুলার চাইতে একটু different type এর। A.I. এর লস করার পর এর কাহিনী এবং ডিরেকশন সত্যিই অবাক করেছিল বেশিরভাগকে। অভিনয়ে আছে Tom Cruise. স্বভাবতই high quality অভিনয়। মুখের ভাব এবং সাথে শারিরিক expression দিয়ে ছবির সাথে নিজেকে খুব ভাল মানিয়ে নিয়েছে।
Sound ও ছিল 1st class qualityর। ছবিটি বিশেষ ভাবে প্রসংশিত হয়েছে এর অসাধারণ sound এর কাজের জন্য। ছবিটি ছিল High Contrast এ করা। Visual Effects ও ছিল উন্নত মানের।
আমার মতে,
Story: 1.8/2
Direction: 1.8/2
Acting: 1.8/2
Sound: 1.9/2
Special Effects: 1.7/2
Total: 9/10
800MB Bluray download links:
http://www.mediafire.com/?t8w030p2yhya04z
http://www.mediafire.com/?40e8la5pxv5vffc
http://www.mediafire.com/?0vmot538ry1a2sy
http://www.mediafire.com/?4mlibsmzhrcahx5
mediafire password: 300mblink.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।