"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল" হে নারি ?? বাংলা ব্লগের সবচেয়ে জনপ্রিয় ব্লগ সাইট সামহোয়্যার ইন'এ নতুন? তবে তোমার নারিত্বের পরিচয় দাও । না হলে তুমি ছায়া । তোমাকে সামহোয়্যার ইন'এ ব্লগিং করতে হলে এটা করতেই হবে । আর যদি প্রমান করতে না পার যে তুমি একজন নারি তবে তোমাকে চরম অপমান করা হবে । তোমার নামে পোস্ট দিয়ে ডিরেক্ট অপমান করবে , যার যেমন ইচ্ছা কমেন্ট করে অপমান করবে ।
তুমি কোন প্রতিবাদ করতে পারবানা । যে নিক গুলো থেকে অপমান করা হচ্ছে ঐ নিক গুলোর বিরুদ্ধে রিপোর্ট করলে ঐ নিক গুলো তো ব্লক হবেইনা উল্টা তোমার পোস্ট ডিলেট হয়ে যাবে/ নিক ব্লক করা হবে / জেনারেল করা হবে / কমেন্ট ব্যান করা হবে । কারন যে টিজারদের বিরুদ্ধে রিপোর্ট করছ সে টিজারদের উপর আবার নামি দামি জনপ্রিয় ব্লগার ছায়া আছে ।
শোন হে নারি !!!
কোন জনপ্রিয় শক্তিশালী ব্লগার এর সাথে তোমার যদি ভাব না থাকে তবে ভুলেও টিজার দের বিরুদ্ধে লাগতে যেওনা / রিপোর্ট করতে যেওনা । নিরবে সহ্য করে যাও ।
ব্লগে অনেক নারীবাদী আছেন । তারা একজন নারিকে যতই অপমান করা হোক না কেন নিজের জনপ্রিয়তা নষ্ট হবে সেই ভয়ে ঐ টিজার দের কিছু বলেনা । তাদের কে অনেক সময় নারীবাদী পোস্ট দিয়ে হিট হতে দেখা যায় । কিন্তু একজন নারি ব্লগার এর অপমানে কোন এক অদ্ভুদ কারনে তারা চুপ করে বসে বসে মজা দেখেন ।
ব্লগে অনেক সিনিয়র পরিচিত নারি ব্লগার ও আছেন যাদের সবাই রেসপন্স করে / রেসপেক্ট করে /।
তাদের কথা মান্য করে । তারাও চুপচাপ বসে থাকেন কোন এক অভ্দুদ কারনে !! হয়ত পোস্ট এ কমেন্ট কম আসবে / ভিজিটর কম হবে / জনপ্রিয়তা ন্ষ্ট হবে এই সব ভয়ে ।
আমি জানি অনেকে বলবেন যে সব ছেলেরা নারি নিকে ব্লগিং করে তাদের কথা । এখানেও একটাই উত্তর , এই নোংরা কাজ টাও করছে কিন্তু একজন ছেলে ।
২০১২ সালে এসে বাংলা ব্লগের সবচেয়ে জনপ্রিয় ব্লগ সাইট সামহোয়্যার ইন'এ একজন নারি ব্লগার কে তার নারিত্বের পরিচয় দিয়ে ব্লগিং করতে হয় ।
সত্যি সেলুকাস !! বড় বিচিত্র এই ব্লগ ।
সব শেষে বলব - Men are the ones who are given strength by God to protect women . So if you hurt a women, you are not a man !!
কোন সত্যিকারের পারসোনালিটি সম্পন্ন পুরুষ একজন নারির অসহায়ত্বের/ দুর্বলতার সুযোগ নিয়ে তাকে অপমান করতে পারেনা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।