আমি জীবনযুদ্ধে পরাজিত এক ব্যর্থ সৈনিক সমস্যা ১|ফেসবুক চ্যাটিংয়ে ইমোটিকন কোড কপি-পেস্টিংয়ে সহজ সমাধান
ফেসবুক চ্যাটিংয়ে নতুনত্ব আনার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন যেটা দিয়ে টেক্সটকে সহজেই কোডে রূপান্তরিত করা যাবে। কনভার্ট হওয়া কোড ক্লিপবোর্ডে এড হয়ে যাবে। অর্থাৎ কপি করার কোন ঝামেলা নাই। অটোমেটিক কপি, তবে হ্যাঁ আপনাকে যেটা করতে হবে সেটা হল পেস্ট করা
তাহলে চলুন দেখা যাক সফটওয়্যারটি কীভাবে চালাবেন:
*এখানে ক্লিক করে 4MB সাইজের সফটওয়্যারটি নামিয়ে নিন
*এবার ডাউনলোড শেষে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে .sfx ফাইলটার উপর রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করুন(ডাবল ক্লিক করলেও এক্সট্র্যাক্ট হবে)
*এক্সট্র্যাক্ট হওয়া ফোল্ডারটি ওপেন করুন
*এবার আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে উইন্ডোজ ফোল্ডারে যান আর লিনাক্স ব্যবহার করলে লিনাক্স ফোল্ডারটি ওপেন করুন
*উইন্ডোজের ক্ষেত্রে দেখুন Text to F9 Emo নামের .exe ফাইল আছে, সেটা ওপেন করুন
*ফেবুতে আগে থেকে লগিন করা থাকলে ভাল না থাকলে লগিন করে নিন
*এবার সফটওয়্যারটির টেক্সট এডিটরে ইংরেজি বর্ণমালায় কিছু লিখুন, তারপর Convert and Copy বাটনে ক্লিক করুন
*ফেবুতে কারও চ্যাটবাক্সে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট চাপুন অথবা Ctrl+V দিন; কোড পেস্টিংয়ের পর Enter চাপুন|
সমস্যা ২|টাইমলাইন থেকে ফিরে আসুন পুরোনো ইষ্টাইলে!
আপনাদেরকে এবার পরিচয় করিয়ে দেবো নতুন একটি সুবিধার সাথে "Restyle Timeline " । এটা গতানুগতিক টাইমলাইন রিমুভার নয়।
এর মাধ্যমে আপনি যেকোন সময় টাইমলাইন থেকে পুরোনো অবস্থায় ফিরে যেতে পারেন আবার কথনো টাইমলাইন দেখতে মন চাইলে সেখানেও ঢু মারতে পারেন|
আর এজন্য খুব বেশী কষ্ট করতে হবে না আপনাকে। শুধু Restyle Timeline এ ভিসিট করুন। কি করতে হবে না হবে তা ওখানেই দেয়া আছে। শুধু ব্রাউজার অনুযায়ী ইনস্টল করুন আর তারপর কি করতে হবে তা দেখুন
সমস্যা ৩|খুব সহজেই আপনার ফেইসবুক পেইজের সেরা ফ্যান নির্বাচন করুন এবং ফ্যানদের মজা দিন
প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন
এই লিঙ্কে যাওয়ার পর আপনার পেইজ সিলেক্ট করুন |এরপর কি করতে হবে আর বলা লাগবে না|নিজেই বুঝতে পারবেন
সমস্যা ৪|Ebuddy মেসেঞ্জার ব্যবহার করেন ? সারাদিন অনলাইন দেখায় ?
Ebuddy তে যখন আপনি log in করেন তখন দেখবেন লেখা আছে Sign in silently & Remember Password এই দুইটাতে টিক চিহ্ন দেওয়া আছে ।
এই টিক চিহ্ন গুলাই আপনাকে Online এ দেখানোর মূল কারন ।
এই কারনে আপনার Password টা মনে রেখে আপনাকে সারাদিন অনলাইনে এ দেখায় ।
এই দুইটাতে টিক চিহ্ন টা উঠিয়ে Sign in করবেন ।
দেখবেন আপনাকে আর অনলাইনে দেখাবেনা।
সমস্যা ৫|আপনার ফেইসবুক পেইজের জন্য মোবাইল শেয়ার লিংক তৈরি করুন
*এর জন্য প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন
*এবার একটি লিংক বক্স দেখবেন। এখানে প্রথমেwww.facebook.com/sharer/sharer.php?u= এই লিংকটি এবং এর পর আপনার পেইজের লিংকটি কপি করে পাশাপাশি বসিয়ে Shorten এ ক্লিক করুন।
অর্থাৎ u?= এর পর আপনার পেইজের লিংকটি বসাবেন।
*এবার যে লিংকটা পাবেন এটাই আপনার মোবাইল শেয়ার লিংক
সমস্যা ৬|ফেসবুক সাইবস্ক্রাইব কি জিনিস?
সোসাল নেটওয়ার্কিং এর মহাযুদ্ধে এগিয়ে থাকতে প্রতিযোগীরা শুরু করেছে একে অন্যের ফিচার সংযোজন করা। তারই ধারাবাহিকতায় ফেইসবুকে এবার যোগ হল সাইবস্ক্রাইব সুবিধা।
যারা টুইটার ব্যাবহার করেন তারা নিশ্চয়ই জানেন ফলো করার ব্যাপারটি। টুইটারে আপনি যে কাউকে ফলো করতে পারবেন, এ জন্য কোন রিকোয়েস্ট পাঠানো লাগবে না এবং রেকোয়েস্ট অনুমোদনও করতে হবে না, যাকে ফলো করছেন তার শেয়ার করা নিউজ গুলো আপনি পেয়ে যাবেন।
ফেইবুকেও এই একই সুবিধা চালু হল সাবস্ক্রাইব নামে।
Subscription সুবিধাটি চালু করতে প্রথমে আপনার প্রোফাইলে যান। আপনার প্রোফাইল ছবির নিচেই দেখুন “Subscription” নামে একটি নতুন অপশন এসেছে, এটিতে ক্লিক করুন।
ক্লিক করার পরে এবার একটি সেটিংস বক্স আসবে, সেখান থেকে নিজের ইচ্ছেমত সেটিং পরিবর্তন করে নিন।
অথবা সরাসরি এই লিঙ্কে গিয়েও আপনি এই সুবিধাটি চালু করতে পারেন।
সমস্যা ৭|একঘেয়ে Facebook Theme পাল্টাতে চান?
*প্রথমেই আপনাকে Add-on টি ইনস্টল করে নিতে হবে
*Install হবার পর Firfox restart করতে হবে
*পছন্দমত Theme Install করুন এ সাইট থেকে
*ইনস্টল করে Firefox এর Tools > Add-on এ ক্লিক করে আপনার ইনস্টল হওয়া Theme টি দেখুন। এভাবে আরো থিম ইনস্টল করে নিতে পারেন।
সমস্যা ৮|ফ্রেন্ডস লকার ব্যবহার করুন এবং আপনার ফেসবুক বন্ধুদের নিজের কাছে রাখুন সারাজীবন
মানুষের জীবন ক্ষনস্থায়ী । আজকাল তেমনই হয়ে গেছে ফেসবুকের প্রোফাইলের অবস্থা । কে যে কখন হ্যাক করে, কখন যে ফেসবুক প্রোফাইলটা বল্ক করে দেয় কোন গ্যারান্টি নাই ।
আর নিজের প্রোফাইল হারানো মানেই সকল বন্ধুদের হারানো । এমন পরিস্থিতিতে পরার আগেই সকলের উচিত নিজের সকল বন্ধুদের লিস্টটি ব্যাকআপ করে নেয়া । আর সেই সুবিধা দিতে আজ কাজ শেষ করলাম "ফ্রেন্ডস লকার" । এখানে আপনি আপনার সকল বন্ধুদের নাম সহ তাদের প্রোফাইল লিংক সংরক্ষণ করতে পারবেন । কখনো যদি আপনার এমন প্রোফাইল কাজ না করে তাহলে আপনি নতুন প্রোফাইল বানানোর পর এই প্রোগাম থেকে আপনার সকল বন্ধুদের লিস্ট দেখতে পারবেন ।
এবং আপনার সকল বন্ধুর প্রোফাইল লিংক থেকে সকল বন্ধুর সাথে আবার সংযুক্ত হতে পারবেন ।
প্রোগ্রামটি ব্যবহার করার জন্য ভিজিট করুন http://apps.facebook.com/friends-locker
সমস্যা ৯|Facebook চ্যাটে যোগ করুন কালার টেক্সট!!!
আমরা সবাই ফেসবুকে চ্যাট করতে কম বেশি পছন্দ করি Facebook Chat Box এ সহজে চ্যাঁট করার জন্য টেক্সট এর কালার Black হিসেবে Default রাখা হয়, দূরত Chat এবং Overloading এর কথা চিন্তা করে। এখন আপনি এই Black Text এর সিমিত না থেকে আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে নিচের Color Code গুলো ব্যবহার করতে পারেন। আপনি ইচ্ছা করলে এই কালার কোড গুলো মাধ্যমে আপনার Facebook বন্ধুদেরকে Message Send করতে পারবেন।
এখানে কোডগুলোর তালিকা দেওয়া হল।
:--
[[107015582669715]] = A
[[116067591741123]] = B
[[115602405121532]] = C
[[112542438763744]] = D
[[115430438474268]] = E
[[109225112442557]] = F
[[111532845537326]] = G
[[111356865552629]] = H
[[109294689102123]] = I
[[126362660720793]] = J
[[116651741681944]] = K
[[115807951764667]] = L
[[106596672714242]] = M
[[108634132504932]] = N
[[116564658357124]] = O
[[111669128857397]] = P
[[107061805996548]] = Q
[[106699962703083]] = R
[[115927268419031]] = S
[[112669162092780]] = T
[[108983579135532]] = U
[[107023745999320]] = V
[[106678406038354]] = W
[[116740548336581]] = X
[[112416755444217]] = Y
[[165724910215]] = Z
সমস্যা ১০|Facebook Status উলটো করে দিন
এই লিঙ্কে যান , নিজেই বুঝতে পারবে
সমস্যা ১১| ফেইসবুক এ নীল রঙের স্ট্যাটাস দিবেন কিভাবে?
আপনি ফেইসবুক এ আপনি কোন স্ট্যাটাস দিলেন এবং তা যদি হ্য় নীল রঙের তাহলে নিশ্চয় সবাই
চমকে যাবে এর জন্য বিশেষ কিছু করতে হবে না শুধু @[1: ]@@[1:[0:1: Your Text Here]] এটা কপি
করে আপনার ফেইসবুকে পেস্ট করবেন Your Text Here এর জায়গায় আপনার স্ট্যাটাস টি লিখুন এবার দেখুন চমক।
সমস্যা ১২|সয়ংক্রিয় স্ট্যাটাস আপডেট কিভাবে দেবেন?
এটা নেটওয়ার্কারদের কাজে লাগতে পারে। তাছাড়া ব্যস্ততার কারনে ফেসবুকে অবস্থান না করতে পারলে আপনি এই এপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। নির্দিষ্ট সময় সয়ংক্রিয়ভাবে আপনার স্ট্যাটাস আপনার প্রোফাইলে পৌছে দিবে।
সমস্যা ১৩|যেভাবে চিরদিনের জন্য বন্ধ করবেন আপনার ফেসবুক একাউন্ট
Deactivate করুন Facebook একাউন্ট
একাউন্ট বন্ধ করার প্রথম পদক্ষেপ হিসেবে আগে Deactivate করে নিন আপনার Facebook একাউন্টটি ।
১. প্রথমে ফেসবুকে লগইন করে Settings > Account Settings > Deactivate Account তে যান । অথবা এই লিংকে যান ।
২. এবার আপনাকে একটি ফরম দ্বারা জিজ্ঞাস করা হবে কেন আপনি একাউন্ট ডিএ্যাকটিভেট করতে চান । ফরমটি পূরন করে Deactivate My account চাপুন ।
এবার আপনার একাউন্টটি Deactivate হয়ে যাবে ।
তবে এরপরও হয়ত আপনি ট্যাগ , ইনভাইটেশন ইত্যাদি পেতে থাকবেন । এগুলো থেকে মুক্ত হতে একেবারে ডিলেট করে দিন আপনার এ্যাকাউন্টটি ।
Delete করুন Facebook একাউন্ট
এবার ফেসবুকে লগইন করা অবস্থায় এই লিংকটিতে যান । এবং এবার একটি নোটিশ পাবেন যে , আপনার এ্যাকাউন্টটি ডিলেট করে দিলে আপনার ছবি , মেসেজ সহ সকল ডাটা মুছে যাবে যা আপনি আর কখনওই ফিরৎ পাবেননা । রাজি থাকলে Submit বাটানটি চেপে চিরদিনের জন্য ডিলেট করে দিন আপনার ফেসবুক একাউন্ট ।
সতর্কতা: আপনার এ্যাকাউন্টটি ডিএ্যাকটিভেট বা ডিলেট করে দিলে আপনার ছবি , মেসেজ সহ সকল ডাটা মুছে যাবে যা আপনি আর কখনওই ফিরৎ পাবেননা । তাই এগুলো ফলো করার আগে নিজে নিশ্চিত হয়ে নিন যে ভবিষ্যতে এগুলোর দরকর হবে না ।
সমস্যা ১৪|আপনার বন্ধুর ফেসবুক এর পুরো অ্যালবাম ডাউনলোড করুন তাও জিপ ফাইল আকারে কোন অ্যাড-ওন্স সফটওয়্যার ছাড়াই!!!
প্রথমে এই লিঙ্ক টি থেকে ওয়েবসাইট টি ওপেন করুন। http://www.picknzip.com/
এরপর একদম উপরে দেকবেন নিচের ছবিটির মত Log With Facebook অপশন টি আছে।
এইবার অপশন টি তে ক্লিক করুন এইবার যেই বক্স টি আসবে তাতে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিন তারপর নতুন যেই উইন্ডো আসবে তাতে Allow বাটন এ ক্লিক করুন ব্যাস কানেক্ট হয়ে গেল! তারপর নিচের ছবি এর মত আপনি আপনার বন্ধুর তালিকা এবং পেজ এর তালিকা দেকতে পারবেন।
এইবার এইখান থেকে কোন বন্ধুটির অ্যালবাম ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন যেমন নিচের ছবির মত আমি আমার একজন বন্ধু কে সিলেক্ট করলাম।
এইবার এইখান থেকে কোন একটি অ্যালবাম সিলেক্ট করুন। অ্যালবাম এর সবগুলো ছবি Select All দিয়ে সিলেক্ট করুন তারপর নিচের ছবি টির মত ডাউনলোড অপশন পাবেন ওইখানে Download এ ক্লিক করুন।
তারপর ২টি অপশন পাবেন যে কোন একটি তে ক্লিক করুন ব্যাস হয়ে গেল।
সমস্যা ১৫|ফেসবুকে সরাসরি ফাইল শেয়ার করবো কিভাবে?
ফাইল শেয়ার করার জন্য আমরা সাধারনত বিভিন্ন হোস্টিং সাইটে ফাইল আপলোড করে থাকি।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক থেকেও ইচ্ছে করলে আপনি যেকোন ফাইল সরাসরি আপলোড করে শেয়ার করতে পারেন। এজন্য প্রথমে ফেসবুকে লগইন করুন,এরপর http://apps.facebook.com/sendfiles ঠিকানা থেকে ’ সেন্ড ফাইল ’ নামের অ্যাপ্লিকেশনটি আপনার প্রোফাইলে যোগ করে নিন। এরপর Send File অ্যাপ্লিকেশন থেকে আপনার কাংখিত ফাইলটি Browse করে আপলোড করুন(সর্বোচ্চ ১০০ মেগাবাইটের ফাইল আপলোড করা যাবে)। যেসকল বন্ধুর সাথে ফাইলটি শেয়ার করতে Friend picker অপশন থেকে তাদের নাম নির্বাচন করুন। এরপর Send file অপশনে ক্লীক করলেই ফাইলটি ফেসবুকে সরাসরি আপলোড হয়ে যাবে,যার ফলে উক্ত ফাইলটি ফেসবুক থেকেই সরাসরি নামানো যাবে
সমস্যা ১৬|মৃত ব্যক্তির আইডি ফেসবুক থেকে মুছে ফেলবেন কিভাবে?
>প্রথমে আপনাকে এই লিঙ্ক এর মাধ্যমে গিয়ে ফরম টা পূরন করতে হবে।
>এর পর ফরম এর সকল ইনফো প্রদান করতে হবে।
>যা যা ইনফো তে চাউয়া হবে তার সবকিছু পূরন করে দিবেন। যেমনঃ নাম,জন্ম তারিখ,ই-মেইল আইডি,সম্পক ইত্যাদি।
>সব কিছু ঠিক ভাবে প্রদান করে তা সাবমিট করে দিবেন।
সাবমিট করার পর, মানে রিপোর্ট করার ২ থেকে ৩ দিন এর মধ্যে সেই আইডিটি মুছে যাবে।
কিন্তু ভুল ইনফরমেশন দিলে মুছে যাবে না। তখন আপনার আইডি এর উপর প্রভাব পরবে।
সমস্যা ১৭| কিভাবে ফেসবুক বন্ধুদের জন্মদিনের ফ্রী এসএমএস এলার্ট নিবেন আপনার মোবাইল এ?
আমাদের সবারই ফেসবুক এবং জিমেইল অ্যাকাউন্ট আছে। এই ২ টি অ্যাকাউন্ট ব্যাবহার করে খুব সহজে ফেসবুক বন্ধুদের জন্মদিনের এসএমএস এলার্ট আপনি আপনার মোবাইল এ পেতে পারেন।
নোটঃ বুঝানোর সুবিধার জন্য অনেকগুলো ধাপ হয়ে যেতে পারে।
একটু সময় নিয়ে পরবেন কারন আসলে অনেক সহজ পদ্ধতি। পড়তে যত সময় লাগবে করতে তার থেকেও কম সময় লাগবে।
১- প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করুন।
২- এবার এ লিঙ্ক যান।
৩- ফেসবুক এর একটি ক্যালেন্ডার পেজ আসবে।
৪- পেজটির ডান দিকের উপরে নিচের চিহ্নিত জায়গায় ক্লিক করুন। এরপর export এ ক্লিক করুন।
৫- একটি বক্স আসবে, তাতে export your friends' birthdays এ মাউস পয়েন্টার রেখে মাউস এর রাইট বাটন ক্লিক করে copy link location এ ক্লিক করুন।
৬- এবার এই লিঙ্ক থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে গুগল ক্যালেন্ডার এ লগইন করুন।
৭- পেজ ওপর দিকে ডান পাশে setting-> Settings-এ যান।
৮- যে পেজ আসবে তাতে mobile setup নির্বাচন করুন।
৯- এরপর Phone number লেখা বক্সে +৮৮সহ আপনার মোবাইল নম্বরটি লিখুন এবং Send verification code-এ ক্লিক করুন।
১০- কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল ফোনে একটি এসএমএস পাবেন, যাতে পাঁচ অঙ্কের একটি ভেরিফিকেশন কোড থাকবে। ওয়েবসাইটের Verification code বক্সে আপনার কোডটি লিখে finish setup ক্লিক করুন।
১১- save বাটন ক্লিক করুন।
১২- এখন গুগল ক্যালেন্ডার এ মেইন পেজ এ বাম দিকে other calender এর পাসের তীর চিহ্ন এ ক্লিক করে add by url এ ক্লিক করুন।
১৩- এবার url বক্স এ ৫ নং ধাপে কপি করা লিঙ্ক টি paste করুন। add calender এ ক্লিক করুন।
১৪- other calender এর নিচে friends birthdays নামে একটি ক্যালেন্ডার যুক্ত হয়েছে। এটি আপনার ফেসবুক বন্ধুদের জন্মদিনের ক্যালেন্ডার।
১৫- এবার friends birthdays এর পাসের তীর চিহ্ন এ ক্লিক করে calender settings এ ক্লিক করুন।
১৬- যে পেজ আসবে তাতে notifications এ ক্লিক করুন।
১৭- আপনার ফোন নাম্বার ঠিকমত verification হয়ে থাকলে পেজ এর ডান দিকে sms এর নিচে সব বক্স select করুন এবং পেজ এর উপরের দিকে remind me via এর পাশে add reminder ক্লিক করুন। মনে রাখবেন remind me via তে sms সিলেক্ট করবেন এবং আপনার সুবিধা মত সময় ঠিক করে দিবেন।
এভাবে আপনি ইচ্ছা মত এসএমএস এলার্ট ঠিক করতে পারবেন।
১৮- এবার সেভ বাটন এ ক্লিক করে বেরিয়ে আসুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার ফেসবুক এর সব বন্ধুর জন্মদিনের এসএমএস আপনি পাবেন একদম ফ্রী তে আর বন্ধুদের সবার আগে জানিয়ে দিন জন্মদিনের শুভেচ্ছা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।