আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় ভিভিএস! বিদায় ভেরি ভেরি স্পেশাল!!

আমরা করবো জয় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন লক্ষ্মণ ২০০১ সাল, কলকাতা টেস্ট। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে টানা ১৬ টেস্ট জয়ী বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। অধিনায়ক স্টিভ ওয়াহর দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৪৫ রান। দ্বিতীয় দিন চা বিরতির কিছু আগেই শুরু হওয়া ভারতের প্রথম ইনিংস শেষ হয় তৃতীয় দিন সকালেই মাত্র ১৭১ রানে। ভিভিএস লক্ষ্মণ নামের ‘ছেলেটি’ শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে করেছেন দলীয় সর্বোচ্চ ৫৯ রান।

২৭৪ রানে পিছিয়ে থাকায় ফলোআনে ভারত। আগের ইনিংসে ভাল করায় লক্ষ্মণকে তাঁর প্রিয় পজিশন তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিলেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। লক্ষ্মণ যখন ব্যাটিংএ আসেন তখন ভারতের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান,২২২ রানে পিছিয়ে ভারত। পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে লক্ষ্মণ যখন প্যাভিলিয়নে ফেরত আসেন ততোক্ষণে স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ ৬০৮/৫! লক্ষণ ২৮১ রান! মাঝের এই সময়টা রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়ে চলেছে অস্ট্রেলিয়ান বোলারদের প্রতি নির্যাতন! ১৭১ রানে টেস্ট জিতে অস্ট্রেলিয়ার জয়রথ থামায় ভারত। লক্ষ্মণের ২৮১ রানের ইনিংসটি উইসডেনের সর্বকালের সেরা টেস্ট ইনিংস হিসেবে ঠাই পেয়েছে ৬ষ্ঠ স্থানে।

সেই লক্ষ্মণ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিরায়ের ইতি টেনেছেন। হায়দারাবাদে এক সংবাদ সম্মেলনে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, "আমি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। "আবেগাপ্লুত লক্ষ্মণ বলেন, "ক্রিকেটের মাধ্যমে দেশ-সেবার সুযোগ পেয়েছি। এর জন্য আমি গর্বিত। তাই অবসরের সিদ্ধান্ত নেয়াটা আমার জন্য কঠিন ছিল।

আমি আজই নির্বাচন কমিটির প্রধানের সঙ্গে যোগাযোগ করেছি। কথা বলেছি বোর্ডের সঙ্গেও। এরপর সিদ্ধান্ত নিয়েছি আজ থেকেই সরে যাওয়ার। " ডাক্তার বাবা-মাকে অবসর ঘোষণার দিন সকালে জানিয়েছিলেন। যে বাবা-মা লক্ষ্মণকে তাঁর আট বছর বয়সে বলেছিলেন, “তুমিই সিদ্ধান্ত নাও যে বড় হয়ে ডাক্তার হবে, নাকি ক্রিকেটার হবে।

কারণ ডাক্তারি তোমার রক্তে আছে। আর ক্রিকেটে তোমার প্রতিভা আছে। তোমার ‘ ইনার ভয়েস ’, মনের ভেতর থেকে যেটা চায় সেটাই কর তুমি। ”এ দিনও অবসরের সিদ্ধান্ত ঘোষণার সাংবাদিক সম্মেলনে সেই পুরনো কাহিনি শোনালেন (১৩৪ টেস্টে ৪৫.৯৭ গড়ে ৮৭৮১ রান, ১৭টি সেঞ্চুরি ৫৬টি হাফসেঞ্চুরি) লক্ষ্মণ। ভিড়ে ঠাসা হলঘরের প্রথম সারিতে তখন বসে আছেন লক্ষ্মণের বাবা ডাক্তার শান্তারাম এবং মা ডাক্তার সত্যবামা।

তাঁদের সঙ্গেই বসা লক্ষ্মণের স্ত্রী শৈলজা, ছেলে সর্বজিৎ, মেয়ে আশিন্তা। সস্ত্রীক ভাই জয়রামকৃষ্ণ। লক্ষ্মণের কাকা কৃষ্ণমোহন। গোটা পরিবার। লক্ষ্মণের শুরুটা হয়েছিল ১৯৯৬ সালে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে।

প্রথম ইনিংসে ১১ রান করলেও দ্বিতীয় ইনিংসেই নিজের জাত চিনিয়েছিলেন এই ডানহাতি মিডিল অর্ডার ব্যাটসম্যান। ধুকতে থাকা ভারতকে উদ্ধার করেছিলেন দলীয় সর্বোচ্চ ৫১ রান করে। এভাবে বিভিন্ন সময় যখনই দল বিপদে পড়েছে লক্ষ্মণের ব্যাট ছিল আস্থার প্রতীক। ‘টেস্ট ব্যাটসম্যান’ তকমা লেগে যাওয়া লক্ষ্মণ ওয়ানডেও কিন্তু খুব একটা খারাপ খেলতেননা। কিন্তু তারকা দ্যুতি ছড়ানো ভারতীয় ব্যাটিং লাইনআপে একটা মিটমিটে আলো ছাড়া কিছুই নয়।

তাই ১৯৯৮ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হলেও লক্ষ্মণ খেলতে পেরেছেন মাত্র ৮৬টি ওয়ানডে, যার শেষটি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন পার্কে। কিন্তু লক্ষ্মণের অভিষেক আর শেষ ওয়ানডে ইনিংসের অদ্ভুত এক মিল রয়েছে। দুটোই যে ‘শুন্য’ রানের! ৬টি সেঞ্চুরি আর ১০টি হাফ সেঞ্চুরিতে ৮৬ ওয়ানডেতে লক্ষ্মণের সংগ্রহ ৩০.৭৬ গড়ে ২৩৩৮রান। ভারতের হায়দ্রাবাদে বেড়ে উঠা এই ভারতীয় ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণ নামে পরিচিত। ভিভিএস লক্ষণের পূর্ণ নাম ভঙ্গিপুরাপ্পু ভেঙ্কট সাই লক্ষ্মণ।

যদিও ভারতীয় অধিনায়কদের কাছে তাঁর এই ভিভিএসের অর্থ ‘ভেরি ভেরি স্পেশাল’! দুর্দান্ত টাইমিংএ বলকে সীমানার বাইরে পাঠানো বা অসাধারণ স্কয়ারকাট নিঃসন্দেহে মিস করবেন ক্রিকেটপ্রেমিরা। মিস করবে বোলারদের নিয়ে দলকে জিতিয়ে আসা অথবা নিশ্চিত পরাজায়ের মুখে দারানো দলকে ম্যাচ বাঁচানো দুর্দান্ত ‘লক্ষণীয়’ ইনিংস। কোন সন্দেহ নেই বিপদের সময় বুক চিতিয়ে লড়াই করার একজন বড় যোদ্ধাকেই হারাল ভারত। লক্ষ্মণের বিদায়ে ভারতীয় ব্যাটিং লাইনআপে যে শূন্যতা সৃষ্টি হল তা কি দূর করতে পারবেন কোহলি-রায়নারা? এপ্রশ্নের উত্তর জানতে এখন আপনার অপেক্ষা না করে উপায় নেই। বিদায় ভিভিএস! বিদায় ভেরি ভেরি স্পেশাল!! পরিসংখ্যানে ভিভিএস লক্ষ্মণঃ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.