আমাদের কথা খুঁজে নিন

   

পূরোনো সেই দিনের কথা, ভুলবি কি রে হায়!

ছেলেবেলা থেকে শুনতাম লেখা পড়া করে মানুষ হতে হবে, বাবা মা তাই চেয়েছিলেন! ফলতঃ লেখাপড়া করতে হয়েছে, তা সে যেমনই হোক! চারিত্রিক শুদ্ধতাকে খুব বেশী মূল্য দেয়া হত আমাদের ছেলেবেলাতে, আমরা চরিত্রবানদের অনুকরণ করার চেষ্টা করতাম! সে ছিল এক অন্য দেশ, অন্য জনপদ যেন, তখন ষাটের দশকের পাকিস্তানী আমল! ঢাকা শহর খুবই ছোট, রেল স্টেশন ছিল নবাবপুরের ফুলবাড়িয়াতে, ঢাকা শহর ছিল সবুজে সবুজে একাকার! মানুষ ছিল খুবই কম, তাই হয় তোবা মানুষ মানুষ কে বুঝতো, রাস্তায় কেউ মাথা ঘুরে পড়ে গেলে দেখেছি অন্ততঃ একদজন মানুষ এসে তার খেদমত করার চেস্টা করতো! আমাদের শহরের পূর্ব সীমার পিচের রাস্তার ওপারে কমলাপুর ছিল গাছ গাছালিতে ভরা, তখন কেবল শুরু হয়েছে চালতা বাগান কেটে নতুন রেল স্টেশন তৈরীর কাজ! মতিঝিল কলোনিতে পীরজঙ্গী মাজার রোডের এপারে ওপারে ছিল গোটা বিশেক বিল্ডিং, সরকারী কোয়ার্টার! আর চারধারে ইটের সাজানো স্তুপ, দিনে দুপুরে কমলাপুর থেকে কলোনিতে শেয়াল ঢুকে পড়তো!দিনে কি রাতে, রাস্তা প্রায়ই ফাঁকাই থাকতো! বৃস্টি হলে আমাদের আনন্দ ধরতো না, মাঠের জমা পানিতে নানা রকমের ছোটো মাছেরা চলে আসতো! দূর কোন ফকিরের আখড়াতে গভীর রাতে হতো মুর্শিদি গান, শুনতে শুনতে ঘুনিয়ে পড়তাম!এখনও রাতে ঘুমুতে গেলে যেন সেই গানের রেশ কানে বাজে! সন্ধ্যে থেকে শুরু হত নির্জনতা, মিউনিসিপ্যালিটির ইলেক্ট্রিক থামে জ্বলতো মিট মিট করে সাধারন বাল্ব, বারান্দায় বসে রাতের নক্ষত্র জ্বলা ঝালরে দেখতাম রূপকথার জগত, মনে হত সেই তারাটির বুকে আছে সেই অচিন রাজ্য, যেখানে ঘুমোয় সোনার কাঠি রুপোর কাঠির সেই রাজকন্যে! কেউ যদিচ রাস্তা দিয়ে হেটে যেত মনে হত সেই “নির্জন পথে জোছনা আলোতে, সন্ন্যাসী একা যাত্রী!” রাতের রুপ ছিল প্রশান্ত, কিছুটা বা নিরানন্দ, কারন খুব কমই আত্মীয় স্বজনেরা ঢাকায় বেড়াতে আসতেন, রাতে গল্প বলার জন্যেও আমাদের কেউ ছিল না, সারা দিনের পরিশ্রান্ত মা আমদের রাত আটটার বা নয়টার ভেতর খাইয়ে দশটার ভেতর ঘুমিয়ে দিতেন! তখন টেলিভিশন ছিল না, রেডোতে খবর আর অনুরোধের আসর শোনা হতো! কাক ডাকা ভোরে বড় বোনের হাত ধরে যেতাম অনেক দূরের স্টাফ ওয়েলফেয়ার প্রাইমারী স্কুলে, এই বৈশাখে তার পেছনে আর রাস্তার ওপারে মোটর মেকানিকের দোকানের চারপাশে ছিল বড় বড় আমগাছ, আমরা আম পেড়ে খেতাম! হায়, জীবন, তুমি বহমান স্রোতের মতো পথ শেষের সমুদ্রের দিকে দ্রুত চলে যাচ্ছ! পল্লী বাসাবো-কদমতলার সেই নীলকন্ঠ পাখিটিকে আর কি কোন দিন আমার দূ চোখ ভরে দেখবো?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।