I realized it doesn't really matter whether I exist or not. সুইজারল্যান্ডে হয়তো ঘোরাঘুরির ভালো স্পট আছে। কিন্তু গুগলের স্ট্রিট ভিউ সেবা দিয়ে সেসব জায়গা বেডরুমে বসেই ভ্রমণের সুযোগ থাকলেও লিমিটেড ইন্টারনেট দিয়ে এসব ঘোরার সাহস করতে পারি না। কিন্তু টুইটারে একটা গ্লোবাল পজিশনের ঠিকানা দেখে কৌতুহল হলো। তাই গুগল ম্যাপসে গিয়ে জায়গাটা সার্চ দিলাম।
প্রথমে কিছুই চোখে পড়লো না।
সাধারণ একটা ব্রিজ। পাশে হয়তো একটা নদী বা হ্রদ। দূরে পাহাড়ের মতো দেখা যায়। আর ডান পাশে অনেক গাছপালা যদিও রঙটা ঠিক সবুজ না। বুঝলাম না অদ্ভূত কী দেখার জন্য আমাকে এখানে পাঠালো।
নেভিগেশন লিংকটা ধরে একটু সামনে-পেছনে গেলাম। খুঁজে পাচ্ছিলাম না চোখে পড়ার মতো কিছুই। কিন্তু মাউস ড্র্যাগ করে উপরের দিকে তাকাতেই চোখ চড়ক গাছ! কী এইটা?! সব ছবি পরিস্কার হয়ে গেলেও ওই জিনিসটার ছবি কোনোভাবেই পরিস্কার হচ্ছিল না। মনে হচ্ছিল যেন ইচ্ছে করেই ঘোলা করে রাখা হয়েছে।
আপনারা দেখুন তো বুঝতে পারেন কি না এইটা কী? আর সুইজারল্যান্ডের কেউ থাকলে তো অবশ্যই আওয়াজ দেবেন।
গুগল ম্যাপসের সরাসরি লিংকঃ http://goo.gl/maps/tnWCh ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।