পৃথিবীর সব ভালোই আমার ভালো লাগে। সম্প্রতি গুগল দাবি করেছে, ‘বিরান এলাকা’ বলে পরিচিত হলেও গুগল প্লাস মোটেই ততোটা ‘বিরান’ নয়। তাদের হিসেবে, প্রতিদিন ৫ কোটি ব্যবহারকারী গুগল প্লাস ব্যবহার করেন। খবর ম্যাশএবল-এর। সংবাদমাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রতিদিন ৫ কোটি ব্যবহারকারী সক্রিয়ভাবে গুগল প্লাস বা ‘গুগল প্লাস এনহ্যান্সড প্রোডাক্ট’ বলে অভিহিত পণ্য ব্যবহার করেন। আর প্রতি মাসে সেসব সেবা ব্যবহার করেন প্রায় ১০ কোটি ব্যবহারকারী। এ ব্যাপারে গুগলের ইঞ্জিনিয়ারিং ভাইস প্রেসিডেন্ট ভিক গুনডোরট্রা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, গুগল প্লাসই গুগলের ইতিহাসে সবচেয়ে দ্রুত বেড়ে চলা সেবা। উৎসঃ বিডিনিউজ২৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।