আমাদের কথা খুঁজে নিন

   

ধনঞ্জয় রাজকুমারের কবিতা

খবর ...... কণ্ঠকে বললাম -চারদিক খুঁজে খুঁজে খবর নিয়ে এসো কিছুক্ষন পর প্রতিধ্বনি ফিরে এলো বলল, রোদ-বৃষ্টি-বরিষা-শরৎ-সকাল-বিকাল সবদিকে নিয়েছি চাঁপাগাছে একটিমাত্র ফুল শৈশবের সাথে স্মৃতির সাঁকো হয়ে আছে। ওইদিকে পার হয়ে দুরে একটি দ্বীপ নিয়ে দেখলাম কতদিন কতযুগ কত জন্মের স্বপ্নকে এক আশ্চর্য গন্ধ পাহারায় রেখেছে নিয়ে যাওয়া অভিজ্ঞানটুকু হারিয়ে পরিচয় দিতে পারলাম না যদিও পেয়েছি, এক অন্যকে চেনা হলো না কেউ কারো কথা পারলাম না বুঝতেই প্রতিধ্বনি হাহাকার করে বলল - কেন আমাকে ওই পথে পাঠিয়েছিলে! এখানে ছিল .............. এখানে থোকা থোকা হলুদ ছিল, ভেসে গেল দুরে। কোনো তীর বিদ্ধ করেছে এই অসহায় কণ্ঠ। আঙুল থেকে ঝড়ে পড়ে বিষের প্রপাত। অশ্রুর চুঁড়ায় ঝরে জন্মান্তরের বিস্মৃত ঋতুটির মতোন ম্লান কোনো সাজ। শব্দ সমুদ্রের পারে বধিরপুরুষ এক ভিক্ষা মাগে। ফিরে গেছে তীর। নীল জামা ছেড়ে আকাশ রোদ্দুরে পথ চেয়ে আছে। দুটি চড়াই, গেরুয়া প্রকৃতি, অসহায় ভূমি, উপবাস, স্মরন, মনে করা, ভুলে যাওয়া এক ধুলির কণার মতো ভাসে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।