আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশোধস্পৃহা থামান: যুক্তরাষ্ট্রকে অ্যাসাঞ্জ।

যুক্তরাষ্ট্রকে উইকিলিকসের প্রতি প্রতিশোধপরায়ণ মনোভাব ত্যাগ করার আহ্বান জানিয়েছেন ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। রোববার লন্ডনের ইকুয়েডরের দূতাবাসের বারান্দায় এসে এক বিবৃতিতে এ আহ্বান জানান অ্যাসাঞ্জ। জুনে লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়ার পর এই প্রথম তিনি সবার সামনে এলেন। এছাড়া উইকিলিকস ওয়েবসাইটে গোপন নথি ফাঁস করে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি ব্র্যাডলি মেনিংকে মুক্তি দিতেও আহ্বান জানিয়েছেন তিনি। দূতাবাসের বারান্দায় দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সময় অ্যাসাঞ্জ তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা করায় ইকুয়েডরের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

অ্যাসাঞ্জ বলেন, “উইকিলিকস হুমকির মুখে পড়ার মানে হচ্ছে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ও সমাজের সার্বিক পরিস্থিতি হুমকির মুখে পড়েছে। ” তিনি যুক্তরাষ্ট্রের সরকারকে দু’টি পথের যে কোনো একটি বেছে নিতে বলেন। “যে বৈপ্লবিক মূল্যবোধের ওপর যুক্তরাষ্ট্র সরকার প্রতিষ্ঠিত তা মার্কিন সরকার পোক্ত করবে না কি তারা নীতি নৈতিকতা বিবর্জিত হয়ে আমাদের বিপজ্জনক ও নির্যাতিত বিশ্বের দিকে টেনে নিয়ে যাবে যেখানে সাংবাদিকদেরকে বিচারের ভয়ে ভীত এবং নাগরিদের অন্ধকারে থাকে। ” যৌন নির্যাতনের অভিযোগে অ্যাসাঞ্জকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় সুইডেন। তাই সুইডেনে হস্তান্তর এড়াতে জুন থেকে লন্ডনের ইকুয়েডরিয়ান দূতাবাসে রয়েছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা।

তবে তিনি ওই অভিযোগ অস্বীকার করেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।