কথা ও সুর মোহাম্মদ সায়েক সুলতান মাসুদ সুচনাবারতা যদি চাও দেশ ও দশের উন্নয়ন হও সবাই সবার আপন । সুখে দুখে মিলে মিশে লরি সুন্দর মতে এস দেশ গড়ি । শত সপ্ন বুকে লালন রাখি শান্তির বারতায় বাংলাদেশের ছবি আখি । সবাইকে ঈদ মোবারক ও শুভেচ্ছা অনেক ১। যার নাম জপিলে শান্তি মিলে পুড়ায় মনের বাসনা জপ নাম মোহাম্মাদ রাছুল ভেজ ছালাম মদিনা তার নুরে জমাইয়া বাজার গড়িলেন সাই ভুবন মাঝার নবীজী রহমতের ভাণ্ডার পড়লে দরুদ ঝরে গোনা ঐ তিনি আশেকের জানেরও জান সৃষ্টি কুলের মুল ঈমান নুরে রৌশন তামাম জাহান তার দুস্ত খোদে রাব্বানা ঐ প্রেম দরিয়ায় দিয়া সাতার যে পায় নবীজীর দিদার মাসুদ কয় তার চাইবাকি আর তার ছুন্নাত মান অহে মমিনা ঐ 2। আমি যাব মদিনায় ২ বার দয়া দাও হে ওগো দয়াল নবী মস্তুফায় ঐ মদিনার ধুলিকনা খাঁটি সোনার চাইতে সোনা অঙ্গে মাখলে ঝরে গোনা তার রহমতের ছোঁয়ায় ঐ কাবা ঐ কাল পাথর পবিত্র করে মমিনের অন্তর নবীজির স্পর্শে এই পাথর হল রহমত মমিনায় ঐ মস্তান মাসুদ কেঁদে বলে যদি দয়াল নবীজির দিদার পাইলে রাখতাম চরন মোবারক মাথায় তুলে তব সর্বদায় ঐ ৩। ও দয়াল নবীজী আমি তোমার দয়ার ভিখারি শাফায়াতের নায়ে আমায় নিও তুলে পার করি মওতের আজাব ভিসমময় এই না নিধান কালে দিদার দিও ওগো দয়াল রহমতের প্রদীপ জ্বেলে মরন জ্বালা যাব ভুলে মধুরও নামটি স্মরি ঐ কবর হাসর মিজান পুলছেরায় নাইরে সেথা কুল এই নিধানে নবীজী তরাইবে উম্মতের ও কুল সেথা দেখব ছবি নুরের রবি দুনয়ন ও ভরি ঐ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।