আমাদের কথা খুঁজে নিন

   

Meebo মাধ্যমে যেখান থেকে খুশী চ্যাটিং করা

আমাদের মধ্যে অনেকেই অফিসে বসে কাজের ফাঁকে একটু টাইম পাস ভালবাসেন,আর আমি খুব ভালবাসি।কাজ ফাঁকি দিয়ে ইন্টারনেটে এদিক ওদিক ঘুরে বেড়াতাম,কিন্তু চ্যাটিং এর মজাটা অফিসে নিতে পারতাম না।বুঝতেই পারছেন প্রায় সকলেরই অফিসের পিসিতে ইয়াহু বা ফেমাস সাইটগূলি ব্লক কারা থাকে আর কোন রকম ম্যাসেনজ্ঞার ইনস্টল করার সুজোগ থাকে না। কিন্তু এখন খুব সহজেই কোন রকম ম্যাসেনজ্ঞার ইনস্টল না করেই চ্যাটিং এর মজা নিতে পারবেন Meebo মাধ্যমে।সম্পূর্ন ওয়েববেস ম্যাসেনজ্ঞার।একসঙ্গে yahoo,google talk,myspace,msn থেকে চ্যাটিং করা যাবে,আর এখানে কোন রকম signup করা বা software ইনস্টল করার ঝামেলা নেই।শুধুমাত্র http://www.meebo.com এখানে প্রবেশ করলেই কাজ শেষ,এখানে পছন্দ মত yahoo,google talk,myspace,msn এই সমস্ত ম্যাসেনজ্ঞারে লগিং করা ও চ্যাটিং এর মজা নেওয়া যাবে,আর Meebo এর নিজের একাউন্ট তো আছেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।