***** ইমান,চরিত্র,সততাই মূল কথা। ****** আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা।
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। সামর সকল এডিমন,সদস্য,ভিজিটর এবং পথ ভুলে একবারের জন্য এই ব্লগে এসেছেন তাদের কে জানাই ঈদুল ফিতর'র আগাম শুভেচ্ছা,ঈদ মুবারক।
আমাদের মাঝে বারবার ফিরে আসুক এই খুশির ঈদ,মাহে রমজানের শিক্ষা আমাদের আগামী দিন গুলোতে চলার পাথেয় হোক এই কামনাই করি।
ঈদে আমরা আনন্দে ভুলে যাই অন্যের কথা,আমরা আনন্দ করতে গিয়ে দুঃখ দিই অন্যকে যা রমজানের শিক্ষা নয়। তাই আসুন আমরা সিদ্ধান্ত নিই আমার কারনে কাউকে দুঃখ যেন না পেতে হয়।
আমাদের সার্মাথ অনুযায়ী গরিব দুঃখীদের সাহায্য করবো।
আপনার আন্যের ব্যথায় যদি আনন্দ হয় বুঝবেন আপনার ইমান র্দূবল হয়ে গেছে। ইমানদাররা অন্যকে আনন্দ পেতে দেখলে নিজে আনন্দতি হয়।
পরকে দিয়ে নিজে তৃপ্তি পায়।
আল্লাহর রাসুল বলেছেন তুমি যখন তোমার সন্তানদের জন্যে কিছু কিনে আনবে সাথে তোমার প্রতিবেশী গরিব দের জন্যেও একটু নিয়ে আসবে যদি সার্মাথ নাথাকে তবে লুকিয়ে খাবে যেন তোমার ফেলে দেয়া ফলের খোসাও তারা না দেখে।
এর কারন তাতে তাদের মনে হবে আমাদের যদি বাবা থাকতো থবা বাবার টাকি থাকতো আমাদের জন্যে নিয়ে আসতো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।