ভারী হৃদয় নিয়ে সাগরের তীরে বসে আছি জলে পা ডুবিয়ে দুরে তাকিয়ে মনে হচ্ছে ভরা পূর্নিমায় জোয়ারের পানি যতটুকু উপরে ওঠে তার থেকে কিছু বেশী এবং কিছুটা উত্তাল এসট্রোনমি যা জেনেছি এতদুর জল ওঠার কথা না। সর্বোচ্চ জ্যোতিষ জোয়ার যা পূর্ণ চাঁদে সূর্য এক ই রেখায় চলে এলে সৃষ্টি হয় তখনও এতটা জল জমা হবার কথা না দূর সাগরের নাবিক যারা অগভীর কুলে জাহাজ ভেডাবার প্রচেষ্টায় জল মাপছে তারা বিস্মিত এতটা উপযুক্ত জল যখন কোন মৃত জাহাজকে সমাধীস্থলে নিয়ে যাওয়া হয় তখনও পাওয়া যায় না। কিন্তু আমি বিস্মিত হইনা খুঁজে পাই এ জলের উৎস এ জল আমারই আমার হৃদয়ে যে কান্না জমেছে এ আর কিছু নয়- তারই উৎগীরণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।