হৃদয়ের কত শত কথা অব্যক্ত অনেক ব্যথা খুব কমই দেখি শ্রোতা। দেখিতো প্রাণের ভেতরে যায় ভেংগে-চুরে – গুঁড়ে পড়েনা সকলের নজরে। বলি পড়বে কি করে এক শ্রেণী অনেক উপরে দরিদ্র্যরা কত নীচে রে ! জানি আসবে ফিরে পাঁচ বছর পরে ঘুরে ভোট চাইবার তরে । আসবে প্রতিটি ঘরে বলবো সকলে সমস্বরে সকলেই কী পরের তরে ! দ্যাখো না কেমন বসন হয় নাতো ক্ষুধা নিবারণ ওরা কী করে স্মরণ! দরিদ্র্যরা কত নিরন্ন ওরা হয়েছে অনন্য শুধু হতদরিদ্র্যেরই জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।