৭ ডিভিডির ম্যাক্স পেইন থ্রি কিনে এনে তাঁর সাথে ৫০০ মেগাবাইটের প্যাঁচ নেট থেকে নামিয়ে গেম চালাতে সমর্থ হলাম। খুবই হাই সেটিংসে ম্যাক্স পেইন থ্রি গেম খেলছি -এক কথায় অসাধারণ একটি গেম। বর্তমানে ম্যাক্স আংকেল গুলি খেয়ে কাত হয়ে গেছেন- এই চাপটারে আছি। স্পেস বার টিপে উইড়া উইড়া গুন্ডা মারতে বড়ই মজা। কাটসিন গুলা ফাটাফাটি বানাইসে। হেলিকপ্টার থেকে ঝুলে ঝুলে ম্যাক্স আংকেল যা একশন দেখাইল- ব্যাপক!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।