আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে শিশুটি মারা গেল ; অবশেষে মামলাটি হয়নি!

ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর

৮ বছর বয়সী শিশু তারিন। নির্মমভাবে ধর্ষিত হয়ে ৩দিন নির্মম মরণ যাতনায় ভুগে অবশেষে চিরবিদায় জানায় পৃথিবীকে। শিশুটির পিতা দিনমজুর চান মিয়া থানায় মামলা করতে গেলে অবশেষেও মামলা হয় না। কিন্তু অবশেষে একটি মৃত্যু হয়! একটি ফুল ঝড়ে যায়। কারও যেন দেখার নেই।

হায়রে বিবেক!! হায়রে দেশ! হায়রে জাতি....... জামালপুর সদরের জামতলী গ্রামের দিনমজুর চানমিয়ার ৮ বছরের শিশু কন্যা তারিনকে গত শুক্রবার ধর্ষণ করে একই গ্রামের হারুন নামে এক যুবক। যুবকের বয়স কুড়ি-বাইশ হবে। শিশুটিকে অসুস্থ অবস্থঅয় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শিশুটির জন্য যে উন্নত চিকিৎসার প্রয়োজন তা দিতে ব্যর্থ দিতে দিনমজুর চান মিয়া। তাই বাড়িতে রেখেই গ্রাম্য কবিরাজ দিয়ে চলছিল চিকিৎসা।

কিন্তু গুরুতর অবস্থায় পৌঁছে যাওয়া ছোট্ট ফুলের মত শিশুটি সেই হাতুড়ে চিকিৎসায় সেরে উঠতে পারেনি। ৩দিন নিদারুণ যাতনা ভোগ করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে নেয় আজ সোমবার ভোরে। এদিকে ঘটনার পর মামলা দায়ের করতে গেলে স্থানীয় থানা নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল আজিজ মামলাটি গ্রহণ না করে তাকে ফিরিয়ে দেন। সদর থানায় ০৯৮১-৬৩০২৫, ০৯৮১-৬৩০২৬ এই দুটি নাম্বারে কয়েকবার ফোন করেও ইনচার্জ আব্দুল আজিজের ব্যক্তিগত নাম্বারটি আমি পাইনি। থানা থেকে বার বার বলা হয়েছে তিনি থানায় নেই।

এ ব্যাপারে জামালপুর পুলিশ সুপারের সাথে দুপুরে ০১৭১৩-৩৭৩৫৩৮ নাম্বারে যোগাযোগ করলে তিনি আমাকে বলেন, ধর্ষককে খুব শিঘ্রই গ্রেপ্তার করা হবে। পুলিশ সুপার আব্দুর রাজ্জাক দুপুরে জানান, ইনচার্জ আব্দুল আজিজ ও মামলা নেওয়া প্রসঙ্গে তিনি কিছুই জানেন না। তবে সন্ধ্যায় তার সাথে কথা হলে এসপি বলেন, আব্দুল আজিজকে দায়িত্বে অবহেলার অভিযোগে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।