আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ আনন্দ নেই ফেনীর অর্ধলক্ষ বিনিয়োগ কারীর মনে।ক্রমে ক্রেতা শূন্য হচ্ছে ফেনীর ব্রোকার হাউজগুলো

***** ইমান,চরিত্র,সততাই মূল কথা। ****** মোঃ আমজাদুর রহমান রুবেলঃ- ঈদ আনন্দ নেই ফেনীর অর্ধলক্ষ বিনিয়োগ কারীর মনে । পুঁজি হারিয়ে দিশে হারা ফেনীর ৫০ হাজার বিনিয়োগকারী। বাংলাদেশের দুই পুঁজিবাজার ইতিহাসের ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রায় দেড় বছর ধরে ধারাবাহিক পতন হচ্ছে শেয়ার বাজার।

৫ ডিসেম্বর ২০১০ শেয়ার বাজারের ইতিহাসে এক মাইল ফলক। এইদিন ডিএসই বাজার মূলধন ছিল ৩ লক্ষ আটষোট্টি হাজার কোটি টাকা,সূচক ৮,৯১৮ লেনদেন হয়েছে ৩ হাজার দু’শ ঊনপঞ্চাশ কোটি টাকা। আজ এটি কেবল স্বপ্ন এখন বাজার মূলধন ২ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা লেনদেন ১শ পঞ্চাশ কোটি টাকার নিছে, সূচকের অবস্থান ৪,১৪২। এর মধ্যে দেড় বছরে রাইট বোনাস ও নতুন আই পি ও ও মাধ্যমে বাজারে প্রবেশ করেছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা। এর মাঝে পথে বসেছে ৩৩ ল বিনিয়োগকারী।

ফেনীতে ২০০৮ সালে রয়েল ক্যাপিটাল ব্রোকার হাউজ চালু হলে ফেনীর হাজার হাজার বিনিয়োগকারী পুঁজি বাজারে বিনিয়োগ করে। বর্তমানে ফেনীতে রয়েল ক্যাপিটাল,মিনহার সিকিউরিটিজ,আনোয়ার সিকিউরিটিজ,এনসিসি,গ্রীন ডেল্টা,প্রাইলিংক,এ এন এফ ম্যানেজমেন্ট, এসোসিয়েট সহ প্রায় ১০টি ব্রোকারেজ রয়েছে। এসব হাউজে গড়ে প্রতিদিন ৫০ কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে গড়ে সবগুলো হাউজে লেনদেন হয় ১·৫ থেকে ২ কোটি টাকা। এর মধ্যে বেশী লেনদেন কমেছে লোন প্রদানকারী হাউজ এনসিসি,গ্রীন ডেল্টা,প্রাইলিংক গ্রীন ডেল্টা এতিনটি হাউজে দৈনিক ৮-১০ কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে লেনদেন হচ্ছে গড়ে ১০-১৫ ল টাকা। জহিরুল ইসলাম নামে রয়েল ক্যাপিটালের একজন বিনিয়োগকারী জানান তার ১০ল টাকার শেয়ার বর্তমানে ২·৫ ল টাকায় নেমে এসেছে।

এর মধ্যে ৮ ল টাকা হাওলাতি। দেনার দায়ে সে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে। সব কয়টি হাউজে গুরে দেখা যায় এধরনের চিত্র। পুঁজি হারিয়ে অনেকে মানবেতর জীবন যাপন করছে বলে অনেকে জানান। এজন্যে বাজার বিশ্লেষক গন তারল্য সংকটকে দায়ী করেন।

অপর দিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহন না করাকে দায়ী করেন অনেকে। এভাবে চলতে থাকলে এক সময় ক্রেতা শূণ্য হয়ে পড়বে শেয়ার বাজার। অপরদিকে ফেনী হাউজ গুলোতে কর্মরত শতাধীক কর্মী চাকুরী হারানোর বয়ে দিন কাটাচ্ছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।