shamseerbd@yahoo.com
সমান্তরাল দুটি জীবন, বহমান দুটি স্রোত
নিয়তির অমোঘ নিয়ম
দিগন্তে যেমন রেল লাইন মিলেমিশে একাকার ।
আড়াল ছিল অনেক বেশী, মনের ভুবনে আজ এলোকেশী
কি করে, কিভাবে কিভাবে যেন
প্রত্যাশা আর অপেক্ষার লুকোচুরি
আমি জয় করার অমোঘ নেশায়
তোমার নিক্তি এই বামে তো এই ডানে । ।
তুমি বসে বসে ভাব, উদাশ দৃষ্টি ছাদের দেয়ালে বাঁধা পেয়ে ফিরে আসে
শরতের সূর্য ক্লান্ত হয় কুয়াশার চাঁদরে
তবুও তোমার দ্বিধামিশ্রিত হাসি, লেগে থাকে আমার চোখে
আড়ালে রেখেছিলে নিজেকে , জোছনার প্লাবনে আমার
একাকী ভেসে যায় অস্হির সময় । ।
আমাদের দেখা হয়, পাশাপাশি হাঁটা হয়
উড়ে যায় মেঘের ভেলা, দ্বিধাহীন পথ চলা
আমরা স্বপ্ন বুনি, স্বপ্ন গড়ি, মগের কফি ঠান্ডা হয়
সময় গড়িয়ে যায়, চোখে চোখ থেমে রয়।
হাতে হাত , অনুভবে বিশ্বাসের বসবাস
নিজেকে হারিয়েই যেন বিজয়ী হওয়া
দীপ্ত শপথ, দৃঢ় অঙ্গীকার , আগামীর চাওয়া
নতুন করে যেন পৃথিবী পাওয়া !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।