আমাদের কথা খুঁজে নিন

   

"তুমি-আমি" চক্র

যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা যতদিন বৃষ্টি না শুকাবে ততদিন কথা দিচ্ছি কথা রাখব যানি একদিন বৃষ্টি শুকিয়ে যাবে তখন গৃহত্যগী জ্যোৎস্নার ছায়ায় তোমার খোজে অশ্বথ হব। ধ্যান ভাঙ্গাবে বলেই ধ্যানে বসব। সমস্ত চিন্তা ভাবনায় গুবরে পোকার ঘর-বসতি হবে। বাস্তি-ভিটা ছেড়ে মাছুড়ে কোন দুর্মুখি সাপের খোলস পড়ে থাকবে আমার শরীরে, রক্তে, শাখায়, শেকড়ে। সবুজ বনের গাড়-গভীর সবুজে - তুমি খোজ নিতে আসবে বলেই তোমার খোজে শেকড় ছড়ানো।

হায়! আমি অশ্বথ হব! পুনর্জনমের সবগুলো জন্ম এক করে দীর্ঘায়ূ আমি এক চীর জরা বৃদ্ধ বৃক্ষ। নীর্বানের সমস্ত দুয়ার বন্ধ করে জ্যোৎস্নার জানালা গুলো খুলে দেব। আমি নীর্বান চাইবনা সন্ন্যাসী হব ঘন, গাড় ঘুনে ধরা অন্ধকারময় অপেক্ষার। সব কিছু শেষ হয়ে গেছে। এই শেষও শেষ হবে বলে এবার শুরু।

এই শুরুও শেষ হবে, শেষ হবে- বৃষ্টি, ধ্যান, সহযাত্রী অপেক্ষা। এমনি করেই "তুমি-আমি" চক্র মহাকাল ঘুরে-ফিরে অবিনশ্বর। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।