আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার তুমিআমি কোবতে



তুমি চা, আমি কাপ, তুমি মা, আমি বাপ। আমি রাজ্জাক, তুমি ববিতা, আমি গদ্য, তুমি কবিতা। তুমি মধু, আমি ফুল; তুমি হট্‌, আমি কুল। আমি ছাদ, তুমি টাংকি; আমি কলা, তুমি মাংকি তুমি পাতা, আমি পোকা; তুমি চালাক, আমি বোকা। আমি ব্যাট, তুমি বল; আমি বেসিন, তুমি কল।

তুমি কালো, আমি সাদা; তুমি দাদী, আমি দাদা। আমি লম্বা, তুমি বাটি; আমি বিছানা, তুমি পাটি। আমি লুঙ্গি, তুমি শাড়ি; আমি দোকান, তুমি বাড়ি। তুমি চাকা, আমি সাইকেল, তুমি ম্যাডোনা, আমি মাইকেল আমি থালা, তুমি বাটি; আমি আম , তুমি আঁটি। তুমি খালা , আমি খালু; তুমি সামু, আমি আলু নাফিস বসরে ধইন্যাপাতা সামু ব্লগে এরম কবিতা আগে পুস্টানির লাইগ্যা।

তবে এই কবিতার শানে নজুল হইলো অনেক অনেক আগে, যখন ফ্যাকাল্টিতে রাত জাইগা কাজ করন লাগতো। তখন পোলাপাইনে সিরিয়াল ধইরা ব্ল্যাক বোর্ডে লিইখ্যা যাইতো; তয় কিছুতো সেন্সর করতেই হইছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।