Shuvo Golam Usuf:
বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ের এই জয় স্বচ্ছ-সুষ্ঠু-নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়নি। জিম্বাবুয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে রবিউল ইসলাম এবং দ্বিতীয় ইনিংসে এনামুল হক জুনিয়রকে আউট করতে পারেনি। রবিউল-এনামুলকে আউট না করেই তারা জয়োল্লাস করছে, যা একটি ব্যর্থ-তাঁবেদার দলের পক্ষেই শোভা পায়। জিম্বাবুয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, তাই তারা রবিউল-এনামুলকে আউট করতে পারেনি। এই ম্যাচের আম্পায়ারও নিরপেক্ষ ছিল না।
অবিলম্বে এই ম্যাচ বাতিল করে তত্ত্বাবধায়ক আম্পায়ারের অধীনে অন্তর্বর্তীকালীন টেস্ট ম্যাচ আয়োজন করতে হবে।
জিম্বাবুয়ের হারারেতে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি! জিম্বাবুয়ে একটি নাস্তিক দেশ, জিম্বাবুয়ের খেলোয়াড়েরা নাস্তিক খেলোয়াড়!
- রিপোর্টার আখতারুজ্জামান আজাদ
Oliver Stone:
খুব সহজেই ম্যাগী নুডুলস তৈরী করার
নিয়মাবলী...>>
১.প্রথমে নুডুলস এর প্যাকেট টা খুলুন, তারপর গরম
পানিতে ছেড়ে দিন । ।
২. এরপর বাংলাদেশ ক্রিকেট দলের
ব্যাটিং দেখতে শুরু করুন ।
সবগুলা ব্যাটসম্যান আউট হওয়ার সাথে সাথেই
নুডুলস টা চুলা থেকে নামিয়ে ফেলুন ।
ব্যস, ঝটপট ২ মিনিটেই তৈরী হয়ে গেল অতি সুস্বাদু
ম্যাগী নুডুলস্...
মাইরালা :
Mohammad Munem
বাংলাদেশ দলের খেলোয়াড়েরা একেকজন দানশীল মহাপুরুষ
হতদরিদ্র জিম্বাবুয়েকে আমরা ম্যাচটা দান করেছি
একটি টেস্ট ম্যাচই তো!!
মনে রাখা উচিত দান করলে কখনও ধন কমে না
আমি কিন্তু ভীষণ খুশি টাইগারদের মহানুভবতা দেখে! :
Arif Nezami
মাত্র ৩৩৫ রানে হারসি , এটা কোন ব্যাপারই না । এই টেস্ট আমরা ৫০০-৬০০ রানেও হারতে পারতাম । একেতো বোর্ড সাকিব বাইরে IPL-এ যাইতে দেই নাই তাই তার মন খারাপ সে খারাপ খেলবে স্বাভাবিক । আশরাফুলতো কয়েকদিন আগে ১৯০ করল তার এই টেস্টে ভাল খেলার কথাই না, তাও অনেক রান করসে । আমাদের মুসফিকুরতো ক্রিকেটবিজ্ঞানী উৎপোদ শুভ্র ভাইয়ের পরামর্শ অনুযায়ী সংবাদ সম্মেলনের আদবকেতা নিয়ে আছে ।
৩৩৫ রান কমই
Unlimited মজার জোকস ও Exclusive সব ছবি •:
পরের ম্যাচে এরকম একাদশ দেখতে চাই আমিঃ
তামিম
জহুরুল
অ্যাশ
... মমিনুল (যদিও রিয়াদই শেষ পর্যন্ত সুযোগ পাবে)
সাকিব
মুশফিক
নাসির
এনামুল হক জুনিয়র
শাহাদাত হোসেন
রবিউল
সাজেদুল
ইনশাআল্লাহ, নেক্সট টেস্ট ম্যাচটা শুরু হওয়ার আগেই সাকিব পুরোপুরি ফিট হবে...। ।
জিম্বাবুয়েতে লেফট-হ্যান্ডেড ব্যাটসম্যান নাই, তাই গাজীকে একাদশে রাখিনাই...ওর বদলে স্যার শাহাদাতকে রাখসি...স্যার পরের ম্যাচে সুযোগ পেলে ভালোই করবে...। ।
রিয়াদের ফর্ম একদম খারাপ...ওর বদলে ইনফর্ম মমিনুলকেই দেখতে চাই...।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।