অবশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতার স্বাদ নেয়ার স্বপ্নপূরণ হতে চলেছে। অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হচ্ছে এরশাদকে। মঙ্গলবার এরশাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।সূত্রটি জানায়, তত্তাবধায়ক ইস্যুতে আওয়ামীলীগকে সমর্থন এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে হাতে রাখতে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। অন্তবর্তী প্রধানমন্ত্রী স্বপদে বহাল থেকে জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না তাই এরশাদের ঢাকার আসেনের বিনিময়ে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট ফিরোজ রশীদকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের একটি ছেড়ে দেয়া হবে।রাষ্ট্রপতি না করায় আওয়ামীলীগের প্রতি ক্ষুব্ধ এরশাদকে ম্যঅনেজ করতে সর্বশেষ এই প্রস্তাব দেয়া হয়। সংবিধান অনুযায়ী কর্মহীন রাষ্ট্রপতির চেয়ে তিন মাসের ক্ষমতাবান প্রধানমন্ত্রীর পদ বেশ তাৎপর্যপূর্ন বলে এরশাদের সম্মতি আদায় করেছেন দলের আওয়ামীপন্থী গ্রুপ। এ ব্যাপারে এরশাদের ঘনিষ্ঠ সহচর ঢাকায় অবস্থানরত জাতীয় পার্টির আমেরিকা শাখার সভাপতি মাহবুব আলী বুলু প্রবাসী বার্তাকে বলেন, অন্তবর্তী প্রধানমন্ত্রী হলে ভারতের সমর্থন দরকার হবে। ভারতের মনোভাব জানতে ‘স্যার’ দিল্লি গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।