আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !!
সকালবেলা বাইরে বেরিয়েছি । বসুন্ধারায় যাবো । এখন ঈদের মৌসুম । নিউ মার্কেটের দিকে তো যাবার উপায় নাই ভীড়ের ঠ্যালায় । সেই তুলনায় বসুন্ধরায় ভীড় খানিকটা কম ।
রিক্সা ঠিক করতট যাবো এমন সময় পেছন থেকে কে যেন আমার কাধে হাত দিল । পিছনে ফিরে দেখি বাড়িয়ালার মেয়েটি । হাসি মুখে তাকিয়ে আমার দিকে ।
-কোথায় যাচ্ছেন ?
আমি মেয়েটার দিকে তাকালাম । মেয়েটা বেশ সাজগোজ করে বেরিয়েছে ।
তার মানে মেয়েটিও কোথাও যাচ্ছে । আর খুব সম্ভাবনা আছে মেয়েটা শপিংয়ে যাচ্ছে ।
এখন !
লেট মি থিঙ্ক । মেয়েদের পছন্দের শপিংয়ের জায়গা কোথায় ?
গাউছিয়া আর চান্দিচক অথবা নিউমার্কেট ।
-আমি ? একটু নিউমার্কেটের দিকে যাবো ভাবছি ।
মেয়েটি একটু হেসে উঠল ।
-ওমা ! তাই নাকি ! আমিও তো ঐ দিকে যাচ্ছি । চলুন এক সাথে যাওয়া যাক ।
আমার মনটা খুশি হল । একসাথে এতোটা পথ যাওয়া যাবে ।
একসাথে, এক রিক্সায় !
ওয়াও !
-কি হল আপনি এমন জড়সড় নিয়ে বসে আছেন কেন ? একটু সহজ হয়ে বসুন । নাকি আমার পাশে বসতে ...
মেয়েটি কথা শেষ করলো না ।
-না না কি বলছেন ? এমন কোন কথা না । আসলে ...
-আসলে ?
-আসলে আমি এর আগে কখনও কোন মেয়ের সাথে আমি রিক্সায় উঠি নাই তো , তাই !
মেয়েটি অবাক হল । সত্যিই মনে হল মেয়েটি আমার কথা শুনে অবাক হল ।
-আপনি সত্যি কোন মেয়ের সাথে রিক্সায় উঠেন নি ?
-জি না !
এবার মেয়েটি কেমন একটা রহস্যময় হাসি দিল ।
-কি হল ? হাসছেন যে ?
-না হাসছি না । আসলে আমার নিজেকে খুব লাকি মনে হচ্ছে । আমি প্রথম মেয়ে যে কি না আপনার সাথে রিক্সায় উঠেছি ! ইজেন্ট ইট অসাম ?
এই মেয়েটা কি সুইট ভাবেই কথা বলে ! আর অনুভূতি গুলো কি চমত্কার ভাবেই অনুভব করায় !
সময়টা আসলেই অনেক চমত্কার কাটলো । যদিও মেয়েটি কোন কিছুই কিনলো না কেবল ঘুড়লো ।
আমার কাছে অবশ্য খারাপ লাগছিল না । অন্য সময় হলে আমার বিরক্তির সীমা থাকতো না কিন্তু এই মেয়েটির সাথে সব কেমন যেন আনন্দের দিকে যায় !
যাওয়ার পথেও একসাথে রিক্সায় করে আসছিলাম । সব কিছু কি চমত্কারই না হচ্ছে !
কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার । সারাটা সময়ে মেয়েটির ফোন বারবার বেজে উঠছিল । আর মেয়েটি বারবার ফোন কেটে দিচ্ছিল ।
ফেরার পথেও দেখলাম মেয়েটির ফোন বার বার বেজে উঠছিল ।
-কোন সমস্যা ?
মেয়েটি আমার দিকে তাকিয়ে একটু হাসলো ।
-না কোন সমস্যা নাই । আমার এক বান্ধবী ফোন দিচ্ছে ।
-তা ধরুন ।
-না মানে ... আসলে ...
-আসলে ?
মেয়েটি বলল
-আসলে ও আমার জন্য বসুন্ধরাসিটিতে ওয়েট করছে ।
-কেন ? ওয়েট করছে কেন ?
এবার মেয়েটা আবার একটু হাসি দিল
-ওর সাথে আমার দেখা করার কথা ছিল ওখানে !
-তাহলে আপনি নিউমার্কেটে কেন ......
আমি আর কোন কথা বলতে পারলাম না । আমি কেবল অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে !
মেয়েটা কেমন একটা লজ্জা চেহারা নিয়ে অন্য দিকে তাকিয়ে আছে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।