লেখিতে এবং পড়িতে ভালবাসি। যদি সব ভুলে দাড়িয়ে থাকো
ফিরবে বলে গোধূলী বেলায় অপেক্ষায়।
বাতাসে ধুলো বালি হয়ে যাবো
উড়াবো তোমায় গাঙচিল ডানায়।
মেঘের দেশে জল কণায় ভেসে
ভিজাবো তোমায় অবগাহনের শুদ্ধতায়।
ফুলের দেশে প্রজাপতির সাথে
রাখবো তোমায় অনুরাগের মমতায়।
যদি রাতে জানালা খুলে ভাবো
কাটাবে সময় গল্প করে অবলীলায়।
দূর নীলিমায় তারা হয়ে যাবো
থাকবো পাশে গল্পের ঢালি সাজায়।
স্বপ্নের দেশে জোছনায় ভেসে ভেসে
ভিজাবো তোমায় অনুভবের মুগ্ধতায়।
ফুলের দেশে প্রজাপতির সাথে
রাখবো তোমায় অনুরাগের মমতায়।
যদি সকালে চোখ মেলে ভাবো
কাটাবে দিন ঘাস ফড়িংয়ের পাখায়।
গায়ের সবুজ গাছে মিশে যাবো
থাকবো বসে পরাগায়নের অপেক্ষায়।
মৃদু বাতাসে ঝিরিঝির বৃষ্টিতে
ভিজাবো তোমায় ভালোবাসার উষ্ণতায়।
ফুলের দেশে প্রজাপতির সাথে
রাখবো তোমায় অনুরাগের মমতায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।