আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে প্রমাণিত হল ”ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।”

সুজলা, সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ বাংলাদেশ। এদেশের আপামর জনসাধারণ অধিকাংশ শান্তিপ্রিয় মানুষ কোন বিশৃঙ্খলা সহ্য করেনি এবং বিশৃঙ্খলার পিছনে যারা ইন্ধন জুগিয়েছে ও সরাসরি জড়িত তারা অবশ্যই শাস্তির সম্মুখিন হয়েছে। কিন্তু এখানে আমি যার কথা বলতে চাই তিনি হলেন দূর্নীতির বরপুত্র তারেক রহমান। যে বিগত তার মা ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দেশকে অর্থনৈতিক দিক থেকে পগু করে ফেলেছিল এবং বহু অর্থ বিদেশে পাচার করে দেশকে স্বর্বশান্ত করে ফেলেছিল। সে দূর্নীতিবাজ ছিলেন না বরং সন্ত্রাসী চক্রের নায়কও ছিলেন বহু ব্যক্তি প্রতিষ্ঠান তার ভয়ে খুবই আতঙ্কে গ্রস্থে দিন কাটিয়েছে।

সে যা বলছে তাই করে ছেড়েছে। যেন হাওয়া ভবনও ছিল তার রাষ্ট্রের মূল যন্ত্র। পৃথিবীর ইতিহাসে এরকম রাজপুত্রের জন্ম হবে কিনা আদৌ সন্দেহাতীত। কিন্তু বিগত ১/১১ সময়ে উত্তম মধ্যম খেয়ে রাজনীতি থেকে অবসর নেবে এই প্রতিজ্ঞা করে দেশ ছেড়েছিল বটে এবং সবাই জানত যে সে খুবই অসুস্থ। কিন্তু আজ সে নিজের গাড়ি নিজেই ড্রাইভিং করে তাহলে প্রমাণিত সে আজ অনেক সুস্থ।

তবে সম্প্রতি সে যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তা চোখে পড়ার মত বরং গোপনে অনেক কলকাঠি নাড়াচ্ছে। যেমন লন্ডনে সম্প্রতি বিএনপি নব-সংগঠনের জন্য সে খুবই ভুমিকা রাখছে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে সে সংগঠনের নামে চাঁদাবাজি করছে বিভিন্ন বাঙ্গালী ব্যক্তি প্রতিষ্ঠান থেকে। মনে হয় সে যেন আরেক বাংলাদেশ পেয়েছে সেখানে। বর্তমানে তার এই সন্ত্রাসী কর্মকান্ডের কারণেই সেখানে সংগঠনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং এটা নিয়ে বহু আলোচনার সৃষ্টি হচ্ছে। সে সুদূর প্রবাসে আছে জন্ম ভূমি তার ভাগ্যে জোটেনি কিন্তু সেখানেও সে থেমে নেই।

তাহলে ভবিষ্যতে দেশে এসে আবার কি করবে এ প্রশ্ন রাখলাম সকলের কাছে। তবে সে এবার দেশে আসলে দেশ কোথায় যাবে তা ভেবে দেখার দাযিত্ব সকলের। অতএব, সে যেখানেও যাক না যদি সে স্বর্গেও যায় তার স্বভাব পরিবর্তন হবে না। তাই সাধু সন্ন্যাসীরা বলেন, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।