আমাদের কথা খুঁজে নিন

   

[দেশোদ্ধার সিরিজ: ৪]- মেডিকেল ভর্তি পরীক্ষা না নেবার মোটা সাইজের সিদ্ধান্ত!

জল কে চললো কার ঝিয়ারী আমার কেন যেন মনে হচ্ছে স্বাস্হ্য অধিদপ্তরের ক্ষমতাবান কারো সন্তানের মেডিকেল ভর্তির প্রস্তুতিটা ভালো হয়নি :-( সুতরাং ভর্তি পরিক্ষাটাই হবেনা! ( ফান করলাম, কিন্তু আমি নিশ্চিত দেশের অবস্থা দেখে অনেকে এইটাকেও বাস্তব বলে মানতে রাজি!) আপনি ই বলুন, নতুন নিয়ম করে লাভ কি হবে ? কোচিং গুলোর হাত থেকে টাকার থলেটা সরে যাবে, আর সেটা ঘুরবে শিক্ষা বোর্ডগুলোতে, মেডিকেল ভর্তির আগে স্বাস্হ্য অধিদপ্তরের দ্বারে দ্বারে, এইতো? টাকা ঘুরবে স্কুল কলেজ শিক্ষকদের হাতে। নতুন নিয়মে যাওয়া যেতেই পারে। কিন্তু যাওয়ার জন্য আমাদের স্ত্রাকচার একেবারেই প্রস্তুত না যে সেটাও কি আমাকে বলে দিতে হবে? আগে প্রস্তুত হউ বাপ , শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে বস, than বিবেচনা কর। সরকারের সবাই এমন vindictive হয়ে পড়েছে কেন? যার যখন যেটা মনে চায়, বোকার মত সেটাই করে বসছে! কেন রে ভাই? why? ( আমরা দেশ ছেড়ে পালাই? এইটা তোমাদের দেশ, তোমরাই থাকবে - এইটাই কি চাইতেস? একবার ও কি ভেবে দেখেছ, আমরা দেশ ছেড়ে পালালে কাদের বাঁশ দিয়ে জীবিকা নির্বাহ করবে?) জনৈক কর্তা ব্যাক্তি মুড়ি খাইতে বললেই কি জনগন মুড়ি খাইতে বসে যাবে? পাইছেন টা কি? প্রশ্ন ফাঁস হতে পারে বলে নাকি তিনি পরিক্ষাই বাতিল করে দিতে চাচ্ছেন! ভদ্র লোকের মোটা সাইজের যে মাথা টি থেকে কথাটি বের হল, সেই মাথাতে ব্যাথা হলেও কি প্রথমেই তিনি মাথা টা কেটে ফেলেন ? অবশ্য ফেলতেও পারেন, অবস্থা দৃষ্টে তো মাথা বলে তার যে কিছু একটা আছে সেটাও মনে হচ্ছেনা ! http://www.facebook.com/mohiuddin.kawsar.1

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।