আমাদের কথা খুঁজে নিন

   

অলেম্পিক গেমস ইন্টারভিও বাই সামু ব্লগার......(অনলি ফর ফান )

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ সদ্যসমাপ্ত হলো অলেম্পিক গেমস। আমাদেরও বেশ কিছু ক্রিরাবিদ সেখানে অংশ নিয়েছিলেন। লন্ডনে যাবার আগেও তাদের নিয়ে নিয়মিত পত্রপত্রিকায় লেখালেখি হতো। কিন্তু শেষ হবার পর তাদের কোন বক্তব্য পাওয়া যাইনি।

তাই আমাদের সামুর এক সাংবাদিক(ব্লগার) ইন্টারভিউ নিয়েছিলেন বাংলাদেশ টিম লিডারের। দেখা যাক কি আলোচনা হলো তাদের মাঝে: - প্রশ্ন: স্যার, অলেম্পিক গেম্স ২০১২ কেমন উপভোগ করলেন...? > উত্তর: অনেক উপভোগ করেছি, বিশেষ করে বিচ ভলিবল। সাদা চামড়ার ছেলে মেয়েরা অনেক ভাল ভলিবল খেলে.. -স্যার, আমার প্রশ্ন ছিল আমাদের ছেলেদের অলেম্পিক কেমন উপভোগ করলেন?? -> ওহ, হা। বেশ ভাল উপভোগ করেছি, কোন টেনশন ছিল না। আমাদের ফাইভ স্টারে রাখা হয়েছে, সবাই খুব সম্মান করেছে।

জননেত্রীও এসেছিলেন তাকে দেখেছি তাই আরো বেশি ভাল লেগেছে। তবে ক্রিকেট থাকলে আরো ভাল লাগত। - স্যার, এত হাজার হাজার ক্রিরাবিদের মাঝে আমাদের সংখ্যাটা কি ছোট মনে হয় নি?? -> আমাদের সংখ্যাকে বাড়িয়ে দিতেই তো প্রধানমন্ত্রী ৩২ জন সদস্য নিয়ে লন্ডনে উরে এসেছিলেন। এই ৩২ জন হিসেব করলে টুটাল সংখ্যা একেবারেই কম নয়। - জাতি কয়টা মেডেল পেলো? - > দেখেন মেডেল বা পদক বড় কথা নয়, বড় কথা হলো প্রতোযোগিতায় অংশগ্রহন করা।

তাছারা প্রতোযোগিতায় যদি ক্রিকেট থাকত আর অন্যান্ন দেশগুলো যদি 'এ'-টিম পাঠাতো তখন আমরা কিন্তু ভাল টিম পাঠিয়ে অন্তত একটা পদক হাতিয়ে নিতে পারতাম। - আর্চারিতে নাকি আমাদের হিরো ৬৪ তে ৬১ হয়েছে?? -> দেখেন এটা বড় কথা নয়, মনেকরেন যদি প্রতিযোগিতায় ক্রিকেট থাকত তবে আমরা কিন্তু মেডেলের দাবিদার থাকতাম আর ঐ সবচেয়ে বেশি পদক প্রাপ্ত দেশ আমেরিকা কিন্তু ঐ শেষের দিকেই থাকত। এটা আসলে নির্ভর করে খেলাধুলার ধরনের উপরে। -মানে আপনি বলতে চাচ্ছেন, যেই সব খেলা অলেম্পিকে খেলানো হয় সেগুলো আমাদের দেশে নেই?? > হ হ.. ঠিক এমনটাই। - কিন্তু আমাদের দেশে তো প্রচুর সাইকেল চলে।

গ্রামের ঘরে ঘরে সাইকেল। তবে কেন আমরা সাইকেলিং এ থাকতে পারি না?? -> দেখেন, আমাদের দেশে মানুষে চালায় ফনিক্স আর আর হিরু সাইকেল আর এখানকার সাইকেল গুলো দেখছেন????? আসলে আমাদের সরকার গুলোর উচিত ফনিক্স বাদ দিয়ে অলিম্পিকের মত সাইকেল আমদানি করা। - আচ্ছা, আমাদের দেশে তো সারাবছরই নৌকা চলে। ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা। তাহলে আমরা নৌকায়ও চান্চ পাইনা কেনু?? >> ঐতো একই সমস্যা, নৌকার ধরন।

আমাদের দএশে সব কাঠের নৌকা, এখানে কোন কাঠের নৌকা নাই। - এক্ষেত্রে আপনার পরামর্শ্ব কী? -> আমি অলেম্পিক কমিটিকে বলে এসেছি, আপনারা প্রতিযোগিতা দৌড় রাখছেন, সাইকেল রাখছে, নোকা রাখছেন তাহলে রিক্সা কই?? সামনের বছর থেকে যদি সম্ভব হয় তবে রিক্সা রেসের ব্যাবস্থাও রাইখেন। তিনি আমাকে আস্বাস দিয়ে বলেছেন আমি এটা কমিটির মিটিং এ উঠাবো একবার চিন্তা করেন যদি এটা হয়ে যায় আমাদের চেয়ে কেহ আগে যেতে পারবে?? -আচ্ছা সাতারে কি সমস্যা ছিল? আমাদের মাহফুজ মিয়া নাকি বাছাই পর্বই পারি দিতে পারে নাই? ৫৮ জনের মাঝে ৩৯ হয়েছে? আমাদেরতো স্কুল পর্যায় থেকেই সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে? তাহলে সমস্যা কোতায়?? -> দেখুন, বন্যার পানিতে সাতরিয়ে তো আর মেডেল যেতা যায় না মেডেল জিততে হলে নদিতে সাতরাতে হবে। যেমন বুড়িগংগা। কিন্তু বুড়িগংগার যেই পরিস্থিতি সেইখানে কি আর আমাদের সোনার ছেলেদের নামিয়ে দেয়া যায়, আপনিই বলুন??? -- আমাদের ছেলেরাতো একটা 'লোহা'ও পেল না আবার তারাই সোনার ছেলে হলো কিভাবে?? সরি, লোহা কি জিনিস?? না মানে কোন পদকই তো পেলো না.... - সুটিং এ আমাদের রত্ন, রত্না আফা নাকি ২৭ তম হয়েছে?? >> হ্যা, হয়েছে।

বেশ ভাল ফলাফল। ভাল হলো কিভাবে? সেতো কুয়ালিফাইং রাউন্ডই পার হতে পারে নাই? => এখানেই আমাদের যত সমস্যা। আমরা সব কিছুই নেগেটিভলি দেখি। রত্না ৫০ জনের মাঝে ২৭ তম হয়েছে। এর মানে কী দাড়ালো?? সে ২২ জনের সামনে আছে।

সামনের বছর ২৬ হবে, পরের বছর ২৫ তারপর ২৪ এভাবে একদিন ঠিকই..... লোহা জিতবে? কী.....? না মনে পদক জিতবে। হুম, ইনশাল্লাহ। -আচ্ছা আমাদের টিমের সদস্য যেন কতজন ছিল? >১০ জন। -আমাদের মোট প্রতোযোগি কত জন ছিল?? >> আ..উ..ইম..ম্যা... ও হ্যা ৫ জন। - কয়জন? > প্যাচ জন তবে চিন্তা কইরেন না, সামনের বছর যদি ক্রিকেট ইনক্লোড হয় তবে এই সংখ্যা এক ধাক্কায় ২০ জন হয়ে যাবে।

কারন ক্রিকেট টিমেতো ১৫ জন সদস্য থাকে...(ভেটকি ) -তারমানে বুঝা যাচ্ছে আমরা খেলাধোলার পিছনে যতই খরচ করিনা কেন আমরা অন্যদের চেয়ে অনেক পেছনেই আছি, তাই নয় কি??? ->> নাহ না, আমরা খেলাধোলায় অনেক উন্নতি করেছি। আমরা ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছি, এশিয়া কাপে রানার্সআপ হয়েছি, আামদের ছেলেইতো বিশ্বের ১নং অলরাউন্ডার। -যাইহোক, তাহলে এবারের অলেম্পিক গেমস থেকে আমাদের প্রাপ্যটা কি? ->> মেলা প্রাপ্য। অনেক অভিজ্ঞতা হয়েছে। আন্তর্জাতিক মানের খেলোয়ারদের সাথে মেশার সুযোগ হয়েছে, যদি ক্রিকেট থাকত তবে নিশ্চিত বড় একটা মেডেল পেতাম, কারণ আমরা ক্রিকেটে অনেক উন্নতি করেছি।

আমরা ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছি, এশিয়া কাপে রানার্সআপ হয়েছি, আামদের ছেলেইতো বিশ্বের ১নং অলরাউন্ডার। - সামনের অলেম্পিকের ব্যাপারে কি সিদ্ধান্ত্য? - সামনের বছর আমরা এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনেক ভাল করব। ইনশাল্লাহ সামনের বছর ক্রিকেট অলেম্পিকে ইন্ক্লোড হবে, ক্রিকেটে আমরা ভাল লরব, কারণ আমরা দারুন ক্রিকেট খেলি। আমরা ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছি, এশিয়া কাপে রানার্সআপ হয়েছি, আামদের ছেলেইতো বিশ্বের ১নং অলরাউন্ডার। -উঠতি তরুনদের উদ্দেশ্যে কিছু বলুন... -> আসলে এ যুগের তরুনদের খেলাধুলার গুরুত্ব বুঝানোর কিছুই নাই।

তারা সবাই এগুলো বুঝে, আমার ছোট্ট মেয়েটিও সারাদিন ভিডিও গেমস খেলে এটাই তার প্রমান। তাছারা আমরাতো ক্রিকেটে উন্নতি করছিই, আমরা ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছি, এশিয়া কাপে রানার্সআপ হয়েছি, আামদের ছেলেইতো বিশ্বের ১নং অলরাউন্ডার। (সম্পুর্ন বানোয়াট) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.