আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যক্তিত্ব নিয়ে গল্পকথা : ল্যারি পেজ (Larry Page)

দেশের মানুষকে ভাল হতে হবে তাহলে দেশ ভাল হবে ১৯৭৩ সালের ২৬ মার্চ জন্মগ্রহণ করেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ (Larry Page)। তিনি একজন আমেরিকান কমম্পিউটার বিজ্ঞানী। তবে তিনি গুগলের প্রতিষ্ঠাতা নামেই পরিচিত। তিনি এবং সার্জে ব্রিন (Sergey Brin) একসাথে গুগল প্রতিষ্ঠা করেন। ৪ এপ্রিল ২০১১ থেকে তিনি গুগলের সিইও’র দায়িত্ব পালন করে আসছেন।

২০১২ সাল পর্যন্ত তার ব্যক্তিগত সম্পদের পরিমান ১৮ বিলিয়ন ডলারের অধিক। তিনিই সার্চ ইঞ্জিনে পেজ র‌্যাংক ধারনার প্রবর্তক। ব্রিন এবং পেজ গুগলের শতকরা ১৬ ভাগ সম্পদের মালিক। বসন্তকালীন পিএইচডি অরিয়েন্টেশনের সময় সার্জে ব্রিনের সাথে ল্যারি পেজের দেখা হয়। পরে তারা বন্ধু হয়ে যান।

ইতিমধ্যে ব্রিন এই প্রোজেক্টে ২ বছর কাটিয়ে দিয়েছেন। দুই বন্ধু মিলে পেজ র‌্যাংক এলগরিদম উদ্ভাবন করেন। স্ট্যামফোর্ড ইউনিভাসিটির ওয়েবসাইটের গুগল প্রজেক্টটি উম্মুক্ত হয় যেখানে বিভিন্ন ওয়েবসাইটের ব্যাক লিংকের ভিত্তিতে ওয়েবসাইটের লিংকগুলোর মান নির্ধারন করেন। জন্ম :লরেন্স পেইজ মার্চ ২৬, ১৯৭৩ (বয়স ৩৯) East Lansing, মিশিগান, ইউ.এস. বাসস্থান : Palo Alto, ক্যালিফোর্নিয়া, ইউ.এস. জাতীয়তা : আমেরিকান বংশদ্ভূত : ইহুদি অ্যালমা ম্যাটার : University of Michigan (বি.এস.) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (এম.এস.) পেশা গুগল এর প্রদান নির্বাহী কর্মকর্তা যে জন্য পরিচিত : গুগলের সহ-প্রতিষ্ঠাতা বাল্যকাল ল্যারি পেইজ মিশিগানের ইস্ট ল্যান্সিংয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা কার্ল পেইজ ১৯৬৫ সালে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার বাবা ও মা উভয়েই মিশিগান স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। বাল্য কালের বেপারে ল্যারি পেজ জানায়, তিনি শুধু তার বাসার কম্পিউটার এবং কিছু বিজ্ঞান ও প্রযুক্তি ম্যাগাজিনের মধ্যে ডুবে ছিলেন। ওয়ার্ড প্রসেসিং এবং অন্যান্য গবেষণার অনেক উপকরনই তিনি হাতের কাছে পেতেন। ১২ বছর বয়স থেকেই জানতেন যে, তিনি কোন একটি প্রতিষ্ঠান করতে যাচ্ছেন। শিক্ষাজীবন ল্যারি ইউনিভার্সিটি অব মিশিগান থেকে কম্পিউটার প্রকৌশলে সম্মানসহ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন ১৯৯৮ সালে পেইজ সের্গেই ব্রিন এর সাথে প্রতিষ্ঠা করেন সার্চ ইঞ্জিন গুগল। বাল্য কালের বেপারে ল্যারি পেজ জানায়, তিনি শুধু তার বাসার কম্পিউটার এবং কিছু বিজ্ঞান ও প্রযুক্তি ম্যাগাজিনের মধ্যে ডুবে ছিলেন। ওয়ার্ড প্রসেসিং এবং অন্যান্য গবেষণার অনেক উপকরনই তিনি হাতের কাছে পেতেন। ১২ বছর বয়স থেকেই জানতেন যে, তিনি কোন একটি প্রতিষ্ঠান করতে যাচ্ছেন। কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি করার সময় তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের গানিতিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেন।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বিশাল লিংক ভান্ডার এবং কনটেন্ট নিয়ে তিনি এবং সার্জে ব্রিন গবেষণা প্রোজেক্ট করেন যার নাম দেন BackRub । বিখ্যাত ওয়্যারর্ড ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা জন ব্যাটলি (John Battelle) পেজের প্রজেক্টের বেপারে বেশ আশাবাদি হন এবং এটি বিশাল পরিমান লিংক এবং তাদের মূল্যমান হিসেবে দেখা হবে যাকে মানুষের জ্ঞানের পরিধির মূল্যমান বলা চলে। বসন্তকালীন পিএইচডি অরিয়েন্টেশনের সময় সার্জে ব্রিনের সাথে ল্যারি পেজের দেখা হয়। পরে তারা বন্ধু হয়ে যান। ইতিমধ্যে ব্রিন এই প্রোজেক্টে ২ বছর কাটিয়ে দিয়েছেন।

দুই বন্ধু মিলে পেজ র‌্যাংক এলগরিদম উদ্ভাবন করেন। স্ট্যামফোর্ড ইউনিভাসিটির ওয়েবসাইটের গুগল প্রজেক্টটি উম্মুক্ত হয় যেখানে বিভিন্ন ওয়েবসাইটের ব্যাক লিংকের ভিত্তিতে ওয়েবসাইটের লিংকগুলোর মান নির্ধারন করেন। ব্যবসা জীবনঃ ১৯৯৮ সালে ব্রিন এবং পেজ মিলে গুগল প্রতিষ্ঠা করেন। এই সময় তারা ৬০ মিলিয়ন পেজ ইনডেক্স করে ফেলে। আর গুগলের সার্চ রেজাল্ট ঐ সময়ের সার্চ ইঞ্জিনগুলোর চেয়ে ভাল অবস্থান করে ফেলে।

১৯৯৯ সালে তারা অফিস নিয়ে কর্মকান্ড শুরু করেন। বিবাহ ২০০৭ সালে পেজ লুসিডাকে (Lucinda Southworth) বিয়ে করেন। তথ্যসুত্র: প্রযুক্তিকথা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।