অনেকের ভাল লাগে খাইতে , অনেকের ভাল লাগে গাইতে কেউবা করেন হাটাহাটি কেউ থাকেন চিল্লাইতে । কিন্তু মামারা তোমরা যাহাই কর না কেন , মুই ভালবাসি হাবলাইতে হাবলাইয়া হাবলাইয়া করিয়াছি ভুবন জয় চড়িয়াছি নছিমন , বাস , ট্রাক কাক কখনো বলিয়াছি কোকিল কোকিলকে বলিয়াছি কাক । আমি হাবলু , তাই এ জীবন বড়ই হাবলুময় , কষাইয়া দেই হাঁচি , যখন লাগে ঠান্ডা গরমকালে শুয়ে থাকি পুরু লেপের তলায় শীতকালে যেন গরমের ডান্ডা । কবি হইতে চেয়েছিলাম , হয়েছি হাবলু খাই সারাদিন রুটি আর ভাজি আলু কখনোবা খাই ধইন্যা পাতার চপ ভান করি খাইনা তেমন , কিন্তু খাবার পাইলেই গপাগপ লুঙ্গি পরি গিট্টু দিয়া ভিতরে থাকে জাঙ্গিয়া ভাব দেই অনেক যখন সামনে থাকে আয়না । তাই আজ আমি হাবলু , চিনে না মোরে কেউ আমারে , মামারা আমি থাকুম আপনাগো লগে যাহাতে আমি সক্ষম হই হাবলাইতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।