পেকে পাকা পেপে নিজেরা কোন আলেম মাওলানা না হলেও ইফতারের আগে ইফতার সামনে নিয়ে যখন আযানের অপেক্ষা করা হয় তখন কেউ বিশেষ মোনাজাত করে। কেউবা মৃত বাবামার স্মরনে ক্রন্দনরত থাকে। আর মোনাজাত না করলেও তখন মনে আল্লাহর স্মরন করে একটা ভাব গম্ভীর অবস্থায় থাকে। কখনও নীরব অপেক্ষা আযানের জন্য। অনেকেই বোধ করি সঠিক সময়ে আযানের জন্য দেশী টিভি চ্যানেল ছেড়ে রাখেন। টিভি চ্যানেল ওয়ালারাও আছরের পর হইতে কুরআন হদীস নিয়ে আলোচনা, ইসলামের বিভিন্ন সময়ের ঘটনা নিয়ে প্রামান্য অনুষ্ঠান, হামদ নাত ইত্যাদি কার চেয়ে কে বেশী পাড়ে, এইভাবে প্রচার করতে থাকে। কিন্তু...কিন্তু ইফতারের আযনের ২/৩ পূর্বে এটা কি ? ধুড়ুম ধাড়ুম বিজ্ঞাপন শুরু হয়। ( তখন টিভির সাউন্ডও একটু রেড়ে যায়) আচ্ছা ব্যবসারও তো একটা সীমা থাকা উচিত। মানুষের ধর্মীয় আবেগ ভালবাসা কাজে লাগিয়ে এ রকম ব্যবসা অসভ্য যুগের পূর্বাবাস নয় কি ? আল্লাই জানে নাকি ভবিষ্যতে মসজিদে খুতবার ফাকেও মাইকে বিজ্ঞাপন শুনতে হয়। আধুনিক আর ডিজিটাল বলে কথা.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।