আমাদের কথা খুঁজে নিন

   

কারওয়ানবাজারী সন্দেশ ভোগ

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো কেন মাহমুদুর রহমানকে মুক্ত করার দায়িত্ব হেফাজতকে নিতে হবে? যদি বিএনপি এই গুরুদায়িত্ব হেফাজতকে আউটসোর্স করতে চায়, তাহলে কি তারা হেফাজতের ১৩দফা মেনে নিয়েই এই ডিল করসে? কিন্তু মুখে বলতেছে ১৩দফা মানেন না। এফ। ওয়াই। আই: লক্ষ লক্ষ 'তৌহিদী' জনতার সম্মেলনে হেফাজতের আলটিমেটাম দিছিল মাহমুদুর গ্রেফতারের ২৪ঘন্টার মধ্যে মুক্ত করে আনবে। পারে নাই।

এথেকে বোঝা যায় হেফাজত কারো পক্ষে নামার তাকদ রাখে না। অথবা এইটাও হইতে পারে তারাও কিন্ভিনসড যে মাহমুদুর সাহেবের বিরুদ্ধে মামলাগুলান ভুয়া না। কাবার গিলাফ নিয়া মিথ্যাচার তাদেরও আহত করসে। কিন্তু হেফাজত দুই মাসেই রাষ্ট্রক্ষমতা দখলের পায়তারা করতেছে। "দেশ চালানোর মতো যোগ্যতা ও ক্ষমতা সবই হেফাজত ইসলামের রয়েছে।

-হেফাজতে ইসলামের ফরিদপুর আঞ্চলিক মহাসমাবেশে থেকে মুফতি ওয়াক্কাস(নতুনবার্তা)" দেশতো মাদ্রাসা না, অনেক বড় বিষয়। বিএনপি, লীগ কিংবা জামাতের যেমন সব পেশাজীবীমহলে সমর্থক আছে, টিমওয়ার্ক আছে, সেইটা হেফাজতের নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, ব্যাংকার, সেনাঅফিসার কিছুই নাই। তাহইলে কি তারা মাদ্রাসার ছাত্র দিয়া ক্ষমতাটা দখল নিয়া ইরানের কায়দায় সুপ্রিম লিডার হিসাবে আল্লামা আহমেদ শফিকে বয়াসা বিএনপি ও জামাত দিয়া দেশ চালাইতে চায়? হেফাজতের শক্তি তার জনবল আর মাদ্রাসা। উনারা অইসলামিক কিছুর বিপক্ষে নামতে পারেন।

কিন্তু দেশ গঠনে তাদের কোন পরিকল্পনা বা চিন্তা নাই। বিদ্যুত সংকট, রাস্তাঘাট নির্মান, দুর্নীতি নিয়াও উনাদের কোন ভাবনা আছে শুনি নাই। ধরা যাক ভাবনা ইম্পোর্ট করার কাজটা ফরহাদ মাজহাররা পরে করে দিবেন। কিন্তু বিপক্ষে নামাইতেও কিছু ট্রিগারিং নিউজ লাগবে। সুতরাং স্ক্রিনশট বিজ্ঞানী, ফটোশপারদের জন্য ব্যস্ত সময় এখন।

আসমানের চান, নয়াদিগন্ত, ইনকিলাব, দিগন্ত টিভিতে নজর রাখতে হবে অলৈকিক কিছুর জন্য। কিংবা গুজব, মাহমুদুর রহমান মারা গেছেন। আবার সরকার নিজেই সাহায্য করতে পারে গোলাম আজম ও কারুজ্জামানের রায় দিয়া। এই রায়গুলা কি সাইদীর রায়ের মত মাসপ্রটেস্ট ট্রিগার করতে পারবে? না। কারণ সাইদীর যে বিশাল শ্রোতা ও ভক্তকুল তৈয়ার হইসে গত ত্রিশ বছরে শত শত ওয়াজ মাহফিলে তার সিকিভাগও কামরুজ্জামান সাহেব করতে পারেন নাই দিগন্ত দিয়া।

সুতরাং, আগের বারের মত ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারবে না জামাত শিবির যদি হেফাজতকে ট্রিগার করার মত কার্যকর কোন সন্দেশ বাজারে না ছাড়তে পারে। আবার সরকারী সন্দেশেও চমক আসতে পারে। এক্ষণে দেশবাসীকে কারওয়ানবাজারী সন্দেশ ভোগে সতর্ক থাকতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.