খ্যাতিমান নাট্যকার আতিকুল হক চৌধুরী আর নেই। আজ সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি। ১৫ জুন এই হাসপাতালে ভর্তি হন দেশসেরা এই নাট্যকার।
১৯৩১ সালের ১৫ ডিসেম্বর আতিকুল হক চৌধুরী জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে রেডিও পাকিস্তানে যোগ দেওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।
এরপর বাংলাদেশ টেলিভিশনে যোগ দেন ১৯৬৬ সালে। বিটিভিতে কর্মরত অবস্থায় দেশবাসীকে অসংখ্য সেরা নাটক উপহার দেন এই খ্যাতিমান নাট্যকার। বাংলাদেশ টেলিভিশনে সর্বশেষ তিনি উপমহাপরিচালক ছিলেন। এরপর তিনি বেসরকারি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে কাজ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগেও তিনি ১১ বছর শিক্ষকতা করেছেন।
বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিটিভির সেরা প্রযোজকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।
‘দুরবিন দিয়ে দেখুন’, ‘নীলনকশার সন্ধানে’, ‘সুখের উপমা’, ‘বাবার কলম কোথায়’সহ অসংখ্য সৃজনশীল নাটক রচনা করেছেন আতিকুল হক চৌধুরী।
আতিকুল হক চৌধুরীর স্ত্রী জোহরা বেগম। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।